Ajker Patrika

কুম্ভ নিয়ে নীরবতা ভাঙলেন মোদি

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৪: ০২
কুম্ভ নিয়ে নীরবতা ভাঙলেন মোদি

তীব্র সমালোচনার মধ্যে কুম্ভমেলা নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সঙ্কটের কথা মাথায় রেখে আপাতত প্রতীকী রূপে কুম্ভ মেলা উদ্‌যাপনের আহ্বান জানালেন তিনি। আজ শনিবার একটি টুইট বার্তায় মোদি এই আহ্বান জানান।

  টুইটারে মোদি লেখেন,  ‘সাধুসন্তদের স্বাস্থ্যের খবর নিলাম। সকলেই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন। তার জন্য সন্তজনদের কৃতজ্ঞতা জানাই। দু’টো শাহি স্নান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। করোনা সঙ্কটের কথা মাথায় রেখে আমি অনুরোধ জানিয়েছি যে আপাতত কুম্ভ প্রতীকী রূপেই উদ্‌যাপন করা হোক, যা এই সঙ্কটের সঙ্গে লড়াইয়ে আমাদের শক্তি জোগাবে’।

 জানা গেছে, প্রতি ১২ বছর পর পর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। তবে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিতে এবার এই মেলা চলতি বছরের মার্চ থেকে শুরু হয়। 

নোভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায়  ভারতে দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ২ লাখ পেরিয়ে গিয়েছে। সেই অবস্থায় কুম্ভ মেলা ঘিরে উন্মাদনা নিয়ে গত কয়েক দিন প্রশ্ন উঠতে শুরু করেছিল। করোনার বিধিনিষেধের তোয়াক্কা না করে হাজার হাজার মানুষকে স্নানে অংশ নিতে দেখা যায়। তা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও নির্লিপ্ত ছিল ভারতের উত্তরাখণ্ড সরকার।

কুম্ভমেলাকে করোনার সুপার স্প্রেডার হিসেবেও তকমা দেওয়া হয়। ভারতের হরিদ্বারের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা শঙ্ভু কুমার ঝা জানান, এখনও পর্যন্ত ৩০ জন সাধু করোনা পজিটিভ।

সূত্র: এনডিটিভি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত