Ajker Patrika

শিবকুমার না সিদ্দারামাইয়া, কে হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

আপডেট : ১৪ মে ২০২৩, ১৫: ৫২
শিবকুমার না সিদ্দারামাইয়া, কে হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

দক্ষিণ ভারতের কর্ণাটকে বিজেপিকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করেছে কংগ্রেস। গতকাল শনিবার অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে দলটি ২২৪টি আসনের মধ্যে ১৩৬টিতে জয়লাভ করে এককভাবে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে। তবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনো নির্ধারিত হয়নি। মুখ্যমন্ত্রী ঠিক করতে বেঙ্গালুরুতে আজ রোববার সন্ধ্যা ৬টায় জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছে দলটি। 

আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিধায়কেরা মনে করছেন কংগ্রেসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মল্লিকার্জুন খারগে মুখ্যমন্ত্রী ঠিক করবেন। তবে সূত্র বলছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিধায়কদের মতামত নেওয়া হবে। কর্ণাটক রাজ্য কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার ও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দুজনই মুখ্যমন্ত্রী পদের দাবিদার। মুখ্যমন্ত্রী চূড়ান্ত করা নিয়ে একরকম অস্বস্তিই তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রী নিয়ে দুই পক্ষের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে। এরই মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সমর্থকেরা তাঁর বেঙ্গালুরুর বাড়ির বাইরে পোস্টার লাগিয়েছে। সেখানে লেখা—‘দ্য নেক্সট সিএম অব কর্ণাটক’। এদিকে ডিকে শিবকুমারের বাড়ির বাইরেও পোস্টার লাগিয়েছে তাঁর কর্মীরা। 

কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের যে পরিসংখ্যান, তা ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বাধিক। আসনসংখ্যা ও ভোটের অনুপাতে রীতিমতো স্বরূপে ফিরে এসেছে। এবারের নির্বাচনে কংগ্রেস ভোট পেয়েছে ৪২ দশমিক ৮৮ শতাংশ। কংগ্রেস এই স্কোরের সবচেয়ে কাছাকাছি এসেছিল সেই ১৯৯৯ সালে। ওই সময় দলটি ১৩২টি আসনে জেতে এবং ভোট পায় ৪০ দশমিক ৮৪ শতাংশ। ২০১৮ সালে পেয়েছিল ৮০ আসন। সেই বছর ১০৪ আসনে জিতেছিল বিজেপি।  

নির্বাচনী প্রচারণা চলাকালে এনডিটিভির জরিপে অবশ্য সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত