Ajker Patrika

চাকরি হারাচ্ছেন আসামের মদ্যপায়ী পুলিশ সদস্যরা

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ মে ২০২৩, ১০: ৩৩
Thumbnail image

মদ্যপানের কারণে ভারতের আসাম রাজ্যের ৩০০ পুলিশ কর্মকর্তাকে চাকরি ছাড়তে বলা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্বশর্মার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘ব্যাপক মদ্যপান ওই পুলিশ কর্মকর্তাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছিল। এ কারণে তাঁদের চাকরি থেকে অবসর নিতে বলা হয়েছে।’ এর আগেও অযোগ্য অফিসারদের পুলিশ বাহিনী থেকে বিদায় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা।

এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় মদ্যপানের পর অসংলগ্ন আচরণ করায় ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন, ‘আসামের বাইরে অন্যান্য রাজ্যেও একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি একটি পুরোনো নিয়ম। তবে আগে আমরা এটি প্রয়োগ করিনি।’

গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘মেদবহুল অফিসার এবং যেসব অফিসারদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে, তাদেরও স্বেচ্ছায় অবসরে যাওয়া উচিত।’ 

পুলিশ কর্মকর্তারা শারীরিকভাবে কর্মক্ষম থাকছেন কি না, তা নিশ্চিত করতেও পুলিশপ্রধানদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, পুলিশ অফিসারদের মধ্যে মদ্যপানের প্রবণতা বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে পুলিশের কাজের ওপর। নেশাগ্রস্ত পুলিশের আচরণ সরকারকে অস্বস্তিতে ফেলেছে। টেলিভিশন ক্যামেরার সামনে অশ্রাব্য ভাষায় গালমন্দ, অসদাচরণ, কিছুই বাদ থাকছে না।

এদিকে আসামের কয়েকজন পুলিশ কর্মকর্তা মদপানের বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা বলেন, অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা পুলিশকে ডিউটিতে থাকতে হয়। অনেককে ‘নাইট ডিউটি’ করতে হয় রাতের পর রাত। তখন অনেকেই মদ্যপান করেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসামের মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে রয়েছেন। তিনি বলেছেন, ‘পুলিশ বাহিনীকে আরও দক্ষ করে তোলা হবে। এ জন্য যাদের শারীরিক সক্ষমতা কম এবং যাদের শারীরিক ওজন মাত্রাতিরিক্ত, তাদের সরিয়ে নতুনদের নিয়োগ দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত