অনলাইন ডেস্ক
কৃষ্ণ নদের পানি নিয়ে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বেআইনি সেচ প্রকল্প ও জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে এই বিরোধ। উভয় পক্ষ কৃষ্ণ নদে জলবিদ্যুৎ কেন্দ্রের নিজ নিজ অংশে কয়েক শ পুলিশ সদস্য মোতায়েন করেছে।
উত্তেজনার শুরু মূলত গত বুধবার। এদিন তেলেঙ্গানা রাজ্য সরকার পুলিচিন্তলা, শ্রীসাইলাম ও নাগার্জুন সাগরের প্রকল্পে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। প্রকল্প এলাকায় সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এরপর দুই রাজ্যই নিরাপত্তার কথা বলে নিজ নিজ সীমানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। নিজেদের কর্মী ছাড়া রাজ্যের বাইরের কাউকে এলাকায় ঢুকতে দিচ্ছে না তেলেঙ্গানার পুলিশ। তারা নাগার্জুন সাগর সেতুতে কঠোর পাহারা বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে। পুলিশের দেড় শতাধিক কর্মীকে নাগার্জুন সাগরে মোতায়েন করা হয়েছে। পুলিচিন্তলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত শতাধিক পুলিশ। অন্ধ্র প্রদেশও তাদের সীমানায় শতাধিক পুলিশ মোতায়েন করেছে।
তেলেঙ্গানা পুলিশ অন্ধ্র প্রদেশের কয়েকজন কর্মকর্তাকে প্রবেশেও বাধা দেয়। অন্ধ্র প্রদেশের গান্টুরের রাজস্ব এবং সেচ কর্মকর্তাদের সীমান্তবর্তী মাচেরলাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁরা পুলিচিন্তলা ও নাগার্জুন সাগরে জলবিদ্যুৎ ইউনিট বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠি দিতে তেলেঙ্গানার গেনকো যাওয়ার অনুমতি চেয়েছিলেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে অন্ধ্র প্রদেশের পুলিচিন্তলার প্রধান প্রকৌশলী রমেশ বাবু ওপারে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে আসেন।
কৃষ্ণ নদের পানির অধিকার নিয়ে এই দুই রাজ্যের বিরোধ বেশ পুরোনো। এ নিয়ে তৃতীয়বারের মতো দুই রাজ্যের মধ্যে বিরোধ তীব্র হলো। এর আগে ২০১৫ ও ২০১৭ সালেও নদের পানি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষ পুলিশ মোতায়েন করেছিল। ২০১৭ সালে দুই রাজ্যই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল।
অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তেলেঙ্গানা বেআইনিভাবে কৃষ্ণ নদের পানি দখলে নিতে চাইছে।
কৃষ্ণ নদের পানি নিয়ে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বেআইনি সেচ প্রকল্প ও জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে এই বিরোধ। উভয় পক্ষ কৃষ্ণ নদে জলবিদ্যুৎ কেন্দ্রের নিজ নিজ অংশে কয়েক শ পুলিশ সদস্য মোতায়েন করেছে।
উত্তেজনার শুরু মূলত গত বুধবার। এদিন তেলেঙ্গানা রাজ্য সরকার পুলিচিন্তলা, শ্রীসাইলাম ও নাগার্জুন সাগরের প্রকল্পে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। প্রকল্প এলাকায় সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এরপর দুই রাজ্যই নিরাপত্তার কথা বলে নিজ নিজ সীমানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। নিজেদের কর্মী ছাড়া রাজ্যের বাইরের কাউকে এলাকায় ঢুকতে দিচ্ছে না তেলেঙ্গানার পুলিশ। তারা নাগার্জুন সাগর সেতুতে কঠোর পাহারা বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে। পুলিশের দেড় শতাধিক কর্মীকে নাগার্জুন সাগরে মোতায়েন করা হয়েছে। পুলিচিন্তলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত শতাধিক পুলিশ। অন্ধ্র প্রদেশও তাদের সীমানায় শতাধিক পুলিশ মোতায়েন করেছে।
তেলেঙ্গানা পুলিশ অন্ধ্র প্রদেশের কয়েকজন কর্মকর্তাকে প্রবেশেও বাধা দেয়। অন্ধ্র প্রদেশের গান্টুরের রাজস্ব এবং সেচ কর্মকর্তাদের সীমান্তবর্তী মাচেরলাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁরা পুলিচিন্তলা ও নাগার্জুন সাগরে জলবিদ্যুৎ ইউনিট বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠি দিতে তেলেঙ্গানার গেনকো যাওয়ার অনুমতি চেয়েছিলেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে অন্ধ্র প্রদেশের পুলিচিন্তলার প্রধান প্রকৌশলী রমেশ বাবু ওপারে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে আসেন।
কৃষ্ণ নদের পানির অধিকার নিয়ে এই দুই রাজ্যের বিরোধ বেশ পুরোনো। এ নিয়ে তৃতীয়বারের মতো দুই রাজ্যের মধ্যে বিরোধ তীব্র হলো। এর আগে ২০১৫ ও ২০১৭ সালেও নদের পানি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষ পুলিশ মোতায়েন করেছিল। ২০১৭ সালে দুই রাজ্যই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল।
অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তেলেঙ্গানা বেআইনিভাবে কৃষ্ণ নদের পানি দখলে নিতে চাইছে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে