Ajker Patrika

বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে নেওয়া হলো ভারতে 

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৩: ১২
বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে নেওয়া হলো ভারতে 

ভারতের মাটিতে বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে দেশটিতে নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার ওই ৩৫ জলদস্যুকে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে করে তাদের মহারাষ্ট্রের মুম্বাইয়ে নেওয়া হয়েছে। 

গত ১৬ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজ জিম্মি করে রাখা ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করে সেদিন। জিম্মি উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা। 

ভারতীয় উপকূল থেকে প্রায় ১ হাজার ৪০০ নটিক্যাল মাইল (২ হাজার ৬০০ কিলোমিটার) দূরে জলদস্যুর কবলে থাকা জাহাজ রুয়েনের গতি রোধ করে আইএনএস কলকাতা। এ কাজে আরেক রণতরি আইএনএস সুভদ্রা, হেল আরপিএ, পি৮ আই সামুদ্রিক টহল বিমান এবং মেরিন কমান্ডো বাহিনী মার্কোসের প্রহর (১৮ জন) দল সি-১৭ এয়ারক্রাফট থেকে অবতরণ করে এই অভিযানে সহায়তা করে। 

সেই থেকে ৩৫ জলদস্যু আইএনএস কলকাতায় ছিল। অভিযানের পরপরই জলদস্যুদের ভারতীয় আইনে বিচারের কথা জানিয়েছিল দেশটি। তারই ধারাবাহিকতায় আজ শনিবার তাদের মুম্বাইয়ে নেওয়া হয় আইএনএস কলকাতায় করেই। এ বিষয়ে এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, ‘ধরা পড়া ৩৫ জলদস্যুসহ আইএনএস কলকাতা মুম্বাইয়ে ফিরেছে ২৩ মার্চ।’ 

উল্লেখ্য, গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে বলে ইইউ নেভি বলছে। সর্বশেষ ১২ মার্চ ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত