Ajker Patrika

সুন্দরবনের ভারতীয় অংশে ১১ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০২
সুন্দরবনের ভারতীয় অংশে ১১ বাংলাদেশি গ্রেপ্তার

সুন্দরবনের ভারতীয় অংশ থেকে নারী, শিশুসহ ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির কোস্টাল পুলিশ। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের কর্মী বলে খবর পাওয়া গেছে। 

গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার আলীপুর আদালতে পেশ করা হয়। পরে আদালত চার পুরুষকে পুলিশ হেফাজতে, চার নারীকে জেল হেফাজতে এবং তিন শিশুকে শিশুকল্যাণ কমিটির হেফাজতে পাঠিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বিকেলে তাঁরা সুন্দরবনের ঝিলা বনে লুকিয়ে ছিলেন। ওই এলাকায় টহলের সময় তাঁদের সবাইকে জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন বনকর্মীরা। এরপর খবর দেওয়া হয় সুন্দরবন কোস্টাল থানায়। 

পুলিশ জানিয়েছে, বৈধ ভারতীয় পরিচয়পত্র না থাকার কারণেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার কয়রা থানা এলাকায়। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে তাঁদের ওপরে লাগাতার অত্যাচার চলছিল বলে অভিযোগ করেছেন তাঁরা। এর জেরেই শিশুদের সঙ্গে নিয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। বৃহস্পতিবার রাতে দালালের হাত ধরে ৪৫ হাজার টাকার বিনিময়ে সবাই বিএসএফের চোখে ধুলো দিয়ে ভারতীয় জলসীমা অতিক্রম করে সুন্দরবনে ঢোকেন। শুক্রবার ভোরে তাঁদের সুন্দরবনের জঙ্গলে নামিয়ে দিয়ে পালিয়ে যায় বাংলাদেশি দালাল। 

গ্রেপ্তার সুব্রত মণ্ডল বলেন, ‘কথা ছিল এ দেশের এক দালাল আমাদের কলকাতার কেষ্টপুরে নিয়ে যাবে। কিন্তু সে না আসায় আমরা জঙ্গলের পাড়েই বসেছিলাম। তখন বন দপ্তরের লোকেরা আমাদের ধরে থানায় নিয়ে আসে।’ 

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, ‘বনকর্মীরা টহলের সময়ে জঙ্গলের দিকে একসঙ্গে অনেক মানুষকে দেখতে পান। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করেন। কথা বলে বোঝা যায়, তাঁরা বাংলাদেশ থেকে এসেছেন। এরপর সবাইকে পুলিশে দেওয়া হয়েছে।’ 

ক্যানিংয়ের এসডিপিও রাম মণ্ডল বলেন, ‘১১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ রয়েছেন। তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। পাশাপাশি আমরা নজরদারি কড়া করছি, যাতে কোনোভাবে অনুপ্রবেশকারীরা এলাকায় ঢুকতে না পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত