Ajker Patrika

তুরস্কের সঙ্গে একে একে সব সম্পর্ক ছিন্ন করছে ভারত

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ মে ২০২৫, ২১: ২৫
তুরস্কে প্রতিবছর বিপুলসংখ্যক ভারতীয় ভ্রমণ করেন। ছবি: বিবিসি
তুরস্কে প্রতিবছর বিপুলসংখ্যক ভারতীয় ভ্রমণ করেন। ছবি: বিবিসি

সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন দেওয়ায় ভারতজুড়ে তুরস্ক বয়কটের আহ্বান প্রবল হচ্ছে। শুরুতে শুধু ভ্রমণ বয়কটের ডাক উঠলেও এখন তা ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করার দিকে গড়িয়েছে।

আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলে তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা ‘সেলেবি অ্যাভিয়েশনকে’ দেশটির বিমানবন্দরগুলোতে পরিচালনার অনুমতি বাতিল করেছে। কোম্পানিটি দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় বিমানবন্দরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।

ভারতের বিমান পরিবহন প্রতিমন্ত্রী এক্স মাধ্যমে জানিয়েছেন, সারা দেশ থেকে সেলেবিকে নিষিদ্ধ করার আহ্বান এসেছে। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থরক্ষায় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে আমরা কোম্পানিটির নিরাপত্তা অনুমোদন প্রত্যাহার করেছি।’

এদিকে সেলেবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেবে। এই নিরাপত্তা অনুমোদন বাতিল অন্যায়ভাবে করা হয়েছে বলেও দাবি করেছে কোম্পানিটি। আরও বলেছে, ভারতের বিমান চলাচলে কোনো ব্যাঘাত ঘটলে তার দায় তাদের নয়।

শুধু ব্যবসা নয়, ভারতের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়—যেমন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া ও মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয় তুরস্কের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থগিত করেছে।

ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় ভারত যখন পাকিস্তানে বিমান হামলা চালায়, তখন তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। তুরস্ক ভারতের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ শুরু করার সম্ভাবনার কথা বলেও সতর্ক করে।

এই অবস্থায় সামাজিকমাধ্যমে তুরস্ক ও আজারবাইজান বয়কটের ডাক জোরালো হয় এবং তা দেশটির রাজনৈতিক নেতৃত্বের কণ্ঠেও প্রতিধ্বনিত হচ্ছে। বিষয়টি ভারতীয় ভ্রমণকারীদের মধ্যেও ব্যাপক প্রভাব ফেলেছে। মেকমাইট্রিপ জানিয়েছে, তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণের বুকিং ৬০ শতাংশ কমেছে এবং ভ্রমণ বাতিলের হার ২৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

দিল্লির একটি ট্রাভেল এজেন্সির মালিক রোহিত খত্তার বলেছেন, সামাজিক প্রতিক্রিয়ার আশঙ্কায় অনেক তরুণ ভ্রমণকারী এখন তুরস্কে যেতে দ্বিধাবোধ করছেন।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে প্রায় ৩ লাখ ৩০ হাজার ১০০ জন ভারতীয় তুরস্ক সফর করেছেন, যা ২০২৩ সালের তুলনায় বেড়েছিল। আজারবাইজানেও ভারতের ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছিল। গত বছর সেখানে ২ লাখ ৪৪ হাজার ভারতীয় ভ্রমণ করেন, যা দেশটির মোট বিদেশি পর্যটকের ৯ শতাংশ।

তুরস্ক ও আজারবাইজান কম খরচে ইউরোপীয় অভিজ্ঞতা পাওয়ার সুযোগ দেওয়ায় ভারতীয়দের কাছে দেশ দুটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এই প্রবণতায় ছেদ পড়তে পারে।

সামাজিকমাধ্যমে অনেকেই গ্রিসের মতো দেশকে বিকল্প হিসেবে প্রস্তাব দিচ্ছেন, যদিও ট্রাভেল সাইট ‘ক্লিয়ারট্রিপ’ বলছে, এখনো বিকল্প গন্তব্যে তেমন উল্লেখযোগ্য চাহিদা দেখা যায়নি।

এই কূটনৈতিক উত্তেজনা ভবিষ্যতে ভারত-তুরস্ক সম্পর্ক ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত