কলকাতা প্রতিনিধি
১০০ কোটি ভারতবাসীর টিকাকরণের সাফল্য প্রচারে পুরোদমে মাঠে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নতুন ভারতের কথা বলেন। দাবি করেন, কোনো রকম ভিআইপি কালচার ছাড়াই সাধারণ মানুষের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। ১০০ কোটি টিকাদানের সাফল্য নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে ভারত সরকার। তার অঙ্গ হিসেবে আজ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ।
মোদির মতে, 'এই টিকাদানের কর্মসূচি গোটা দুনিয়ার সামনে নতুন ভারতকে তুলে ধরেছে। আমদানিনির্ভর নয়, নিজেরাই টিকা উৎপাদন করে দুনিয়ার ওষুধ কোম্পানির নজর কেড়েছে দেশীয় সংস্থা। ভবিষ্যতে বৈশ্বিক ওষুধশিল্পের হাব হয়ে উঠবে ভারত।'
বিজ্ঞানকে ভিত্তি করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিজ্ঞানের সাহায্যেই করোনা অতিমারি প্রতিরোধে ভারত সচেষ্ট বলেও দাবি করেন তিনি। এর জন্য প্রত্যেক ভারতবাসীকে ধন্যবাদ জানান মোদি।
করোনার শুরুতে দেশবাসীকে তালি ও থালি বাজাতে বলে কটাক্ষের শিকার হন তিনি। এদিন সেই কটাক্ষের জবাবে মোদি সমবেত প্রয়াসের কথা বলেন। তিনি বলেন, 'সবকা বিকাশ, সবকা প্রয়াস।'
তবে টিকা নিয়ে মোদির এই প্রচারের পাল্টা সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, করোনা মোকাবিলায় ব্যর্থ বিজেপি। এখন মিথ্যা সাফল্যের প্রচার করছে। সরকারের আরও আগে সক্রিয়তা জরুরি ছিল।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টিকাদানে দেরি করার অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে। সেই সঙ্গে টিকা বিলি নিয়ে অ-বিজেপি রাজ্যের সঙ্গে বৈষম্যের অভিযোগ করেন তিনি।
১০০ কোটি ভারতবাসীর টিকাকরণের সাফল্য প্রচারে পুরোদমে মাঠে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নতুন ভারতের কথা বলেন। দাবি করেন, কোনো রকম ভিআইপি কালচার ছাড়াই সাধারণ মানুষের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। ১০০ কোটি টিকাদানের সাফল্য নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে ভারত সরকার। তার অঙ্গ হিসেবে আজ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ।
মোদির মতে, 'এই টিকাদানের কর্মসূচি গোটা দুনিয়ার সামনে নতুন ভারতকে তুলে ধরেছে। আমদানিনির্ভর নয়, নিজেরাই টিকা উৎপাদন করে দুনিয়ার ওষুধ কোম্পানির নজর কেড়েছে দেশীয় সংস্থা। ভবিষ্যতে বৈশ্বিক ওষুধশিল্পের হাব হয়ে উঠবে ভারত।'
বিজ্ঞানকে ভিত্তি করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিজ্ঞানের সাহায্যেই করোনা অতিমারি প্রতিরোধে ভারত সচেষ্ট বলেও দাবি করেন তিনি। এর জন্য প্রত্যেক ভারতবাসীকে ধন্যবাদ জানান মোদি।
করোনার শুরুতে দেশবাসীকে তালি ও থালি বাজাতে বলে কটাক্ষের শিকার হন তিনি। এদিন সেই কটাক্ষের জবাবে মোদি সমবেত প্রয়াসের কথা বলেন। তিনি বলেন, 'সবকা বিকাশ, সবকা প্রয়াস।'
তবে টিকা নিয়ে মোদির এই প্রচারের পাল্টা সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, করোনা মোকাবিলায় ব্যর্থ বিজেপি। এখন মিথ্যা সাফল্যের প্রচার করছে। সরকারের আরও আগে সক্রিয়তা জরুরি ছিল।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টিকাদানে দেরি করার অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে। সেই সঙ্গে টিকা বিলি নিয়ে অ-বিজেপি রাজ্যের সঙ্গে বৈষম্যের অভিযোগ করেন তিনি।
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৯ ঘণ্টা আগে