ভারতে বসবাস করতে চাইলে বলতে হবে ‘ভারত মাতা কি জয়’। গতকাল শনিবার ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (কৃষি) কৈলাস চৌধুরী। বিজেপি আয়োজিত একটি কৃষক সমাবেশে তিনি এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হায়দরাবাদের আইনপ্রণেতাদের ব্যবহৃত আঞ্চলিক ভাষার দিকে ইঙ্গিত করে কৈলাস চৌধুরী বলেন, তাদের ভবিষ্যতে ‘উচিত শিক্ষা দেওয়া হবে।’ এ সময় তিনি তেলেঙ্গানা রাজ্যে জাতীয়তাবাদী চিন্তার সরকার গঠনের প্রতি জোর আরোপ করেন। এ সময় তিনি বলেন, ‘ভারতে থাকতে হলে “ভারত মাতা কি জয়” বলতে হবে।’
কৈলাস চৌধুরী আরও বলেন, ‘যারা ভারতকে ইন্ডিয়া বলেন, তাঁরা ভারত মাতা কি জয় বলতে চান না। তিনি আরও বলেন, ‘তো ভারতে বসবাস করে আপনারা কি পাকিস্তান জিন্দাবাদ বলবেন?’ তিনি আরও বলেন, ‘যারা বন্দে মাতরম ও ভারত মাতা কি জয় বলবে, তাদেরই কেবল দেশের মাটিতে জায়গা হবে।’
বিজেপির এই মন্ত্রী আরও বলেন, ‘তাই আমি বলতে চাই, যদি এমন কেউ থাকে যে ভারত মাতা কি জয় বলে না, হিন্দুস্তান ও ভারতে বিশ্বাস রাখে না বরং পাকিস্তান জিন্দাবাদে বিশ্বাস রাখে, তাদের পাকিস্তানে যাওয়া উচিত। এখানে তাদের কোনো প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থেই এই অঞ্চলে জাতীয়তাবাদী চিন্তার বিকাশ ঘটানো উচিত।’ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে শক্তিশালী করতে হবে বলেও মত ব্যক্ত করেন।
বিজেপিবিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’র নামকরণ করার বিষয়টি সামনে এনে কৈলাস চৌধুরী অভিযোগ করেন, কংগ্রেসের লোকেরা প্রথমে মহাত্মা গান্ধীর নাম চুরি করেছিল, এমনকি কংগ্রেসের নামও চুরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস ভারতের স্বাধীনতা লাভের জন্য গঠিত হয়েছিল, কিন্তু এখন কংগ্রেস ও বিরোধীরা জোটের নাম রাখছে ইন্ডিয়া।
ভারতে বসবাস করতে চাইলে বলতে হবে ‘ভারত মাতা কি জয়’। গতকাল শনিবার ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (কৃষি) কৈলাস চৌধুরী। বিজেপি আয়োজিত একটি কৃষক সমাবেশে তিনি এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হায়দরাবাদের আইনপ্রণেতাদের ব্যবহৃত আঞ্চলিক ভাষার দিকে ইঙ্গিত করে কৈলাস চৌধুরী বলেন, তাদের ভবিষ্যতে ‘উচিত শিক্ষা দেওয়া হবে।’ এ সময় তিনি তেলেঙ্গানা রাজ্যে জাতীয়তাবাদী চিন্তার সরকার গঠনের প্রতি জোর আরোপ করেন। এ সময় তিনি বলেন, ‘ভারতে থাকতে হলে “ভারত মাতা কি জয়” বলতে হবে।’
কৈলাস চৌধুরী আরও বলেন, ‘যারা ভারতকে ইন্ডিয়া বলেন, তাঁরা ভারত মাতা কি জয় বলতে চান না। তিনি আরও বলেন, ‘তো ভারতে বসবাস করে আপনারা কি পাকিস্তান জিন্দাবাদ বলবেন?’ তিনি আরও বলেন, ‘যারা বন্দে মাতরম ও ভারত মাতা কি জয় বলবে, তাদেরই কেবল দেশের মাটিতে জায়গা হবে।’
বিজেপির এই মন্ত্রী আরও বলেন, ‘তাই আমি বলতে চাই, যদি এমন কেউ থাকে যে ভারত মাতা কি জয় বলে না, হিন্দুস্তান ও ভারতে বিশ্বাস রাখে না বরং পাকিস্তান জিন্দাবাদে বিশ্বাস রাখে, তাদের পাকিস্তানে যাওয়া উচিত। এখানে তাদের কোনো প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থেই এই অঞ্চলে জাতীয়তাবাদী চিন্তার বিকাশ ঘটানো উচিত।’ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে শক্তিশালী করতে হবে বলেও মত ব্যক্ত করেন।
বিজেপিবিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’র নামকরণ করার বিষয়টি সামনে এনে কৈলাস চৌধুরী অভিযোগ করেন, কংগ্রেসের লোকেরা প্রথমে মহাত্মা গান্ধীর নাম চুরি করেছিল, এমনকি কংগ্রেসের নামও চুরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস ভারতের স্বাধীনতা লাভের জন্য গঠিত হয়েছিল, কিন্তু এখন কংগ্রেস ও বিরোধীরা জোটের নাম রাখছে ইন্ডিয়া।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে