Ajker Patrika

শিগগিরই ভারতে সফর করবেন ভ্লাদিমির পুতিন

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

অদূর ভবিষ্যতে ভারতে সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার পুতিনের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই ঘোষণা দিয়েছেন। তবে আসন্ন সফরের দিনক্ষণ নিয়ে কোনো তথ্য দেননি তিনি।

ক্রেমলিনের সংবাদ সম্মেলনে পুতিনের ভারত সফর নিয়ে মুখপাত্র পেসকভ বলেছেন, ‘আশা করি, শিগগিরই আমরা তাঁর (পুতিন) সফরের সুনির্দিষ্ট তারিখগুলো নির্ধারণ করব। প্রধানমন্ত্রী মোদির দুইবার রাশিয়া সফরের পর, এখন আমাদের প্রেসিডেন্ট ভারতে সফর করবেন। আমরা এটির জন্য অপেক্ষা করছি।’

এরপর ভারত-চীন সম্পর্কে রাশিয়ার ভূমিকা নিয়েও কথা বলেছেন পেসকভ। তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে, ভারত এবং চীনের দুই নেতা রাশিয়ার কাজানে তাদের দ্বিপাক্ষিক বৈঠক করার সুযোগ পেয়েছিলেন। এটি বিশ্বের সবার জন্যই একটি সুখবর ছিল।’

তবে মোদি ও শির মধ্যে দেখা হওয়ার বিষয়টিকে ভারত ও চীনের দ্বিপাক্ষিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন ক্রেমলিন মুখপাত্র। তিনি বলেন, ‘আমাদের কাছ থেকে কোনো হস্তক্ষেপ নেই। আমরাই ছিলাম সেই শীর্ষ সম্মেলনের আয়োজক। নয়াদিল্লি এবং বেইজিংয়ের মধ্যে বন্ধুত্ব তৈরির ক্ষেত্রে আমরা অবশ্যই সব রকম অবদান রাখতে প্রস্তুত।’

এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াডে ভারতের অংশগ্রহণের বিষয়ে পেসকভ বলেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে, ভারত রাশিয়াকে সম্মান করে এবং ভারত রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে মূল্য দেয়। কিন্তু একই সঙ্গে আমরা এটাও খুব ভালোভাবে বুঝতে পারি, ভারত একটি সার্বভৌম দেশ। ভারত এতে সুবিধা খুঁজছে। প্রতিটি সম্ভাব্য দিকের গুরুত্ব আমরা বুঝতে পারি।’

যুক্তরাষ্ট্র ভারতকে চাপ দিচ্ছে বলেও দাবি করেন পেসকভ। তিনি বলেন, ‘আমরা ভালোভাবেই বুঝতে পারি, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা অভূতপূর্ব চাপের মুখোমুখি হচ্ছে। তারা (যুক্তরাষ্ট্র) যা নির্দেশ করছে, তা কি একটা নতুন ঔপনিবেশিক ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা নয়? তবে আমার মনে কোনো সন্দেহ নেই যে, আমরা সেই অমার্জনীয় চাপ থেকে মুক্তি পাব।’

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে চলতি বছরই একাধিক বৈঠকে অংশ নিয়েছে ভারত ও রাশিয়া। গত সপ্তাহেই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, শক্তি, সংযোগ সহ অন্যান্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মতবিনিময় করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ।

গত মাসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। দুই নেতা ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইউক্রেন সংঘাত শান্তিপূর্ণভাবে এবং দ্রুত সমাধান করতে চান ভারতীয় প্রধানমন্ত্রী।

এর আগে গত জুলাইয়ে মোদি রাশিয়ায় আরেকটি সফর করেছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটি ছিল মোদির প্রথম দ্বিপাক্ষিক সফর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত