Ajker Patrika

ভারতের রাজস্থানে বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ভারতের রাজস্থানে বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ভারতের রাজস্থানে একটি বাড়ির ওপর বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৮ মে) ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, হনুমানগড় জেলার বাহলল নগরের কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে সুরাটগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। 

কর্মকর্তারা জানায়, যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে রয়েছেন। ঘটনার সঙ্গে সঙ্গে তিনি প্যারাসুট ব্যবহার করে লাফ দেন। তবে সামান্য আহত হয়েছেন তিনি। 

এদিকে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় বিমানবাহিনী জানায়, ‘আজ সকালে নির্ধারিত মহড়ার জন্য বেরিয়ে সুরাটগড়ের কাছেই ভেঙে পড়ে বিমানটি। আহত হলেও বেঁচে গেছেন পাইলট। কিন্তু কেন এমন দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে।’ 

গত জানুয়ারিতে প্রশিক্ষণ চলাকালে ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। যুদ্ধবিমান দুটি হলো, সুখোই এসইউ এবং মাইরেজ ২০০০। ওই ঘটনায় এক পাইলট নিহত হন। এর মধ্যে একটি যুদ্ধবিমান মধ্যপ্রদেশের মোরেনাতে বিধ্বস্ত হয়, আর অপরটি বিধ্বস্ত হয় রাজস্থানের ভারতপুরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত