ভারতের ঝাঁসিতে নাথুনি পাল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর চাচা ও ভাইয়েরা জেলের ঘানি টেনেছেন বেশ কয়েক বছর। জেলের ঘানি টানতে গিয়ে চাচা ইহলোক ত্যাগ করেছেন। এখন জানা যাচ্ছে তিনি জীবিত। ঘটনার ১৭ বছর পর জীবন্ত উদয় হয়েছে তাঁর। ঘটনাটি বেশ সাঁড়া ফেলেছে ভারতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
উত্তর প্রদেশ রাজ্যের ঝাঁসি পুলিশ জানিয়েছে, ৬ জানুয়ারি সন্ধ্যায় টহল দেওয়ার সময় তাঁরা এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ধরেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই গ্রামে ছয় মাস ধরে বসবাস করছিলেন তিনি। পরিচয় নিশ্চিত করার পর জানা যায়, এটি সেই নাথুনি পাল, যাকে বিহার পুলিশের রেকর্ডে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে।
ছোটবেলায় বাবা-মাকে হারানো নাথুনি পাল পুলিশকে বলেন, ‘আমার স্ত্রীও বহু আগে আমাকে ছেড়ে চলে গেছেন। প্রায় ১৬ বছর হয়ে গেল, আমি শেষবার আমার বাড়ি বিহারে গিয়েছিলাম।’
এর আগে, ২০০৯ সালের আগে কোনো এক সময় নাথুনি পাল তাঁর বাড়ি থেকে নিখোঁজ হন। এই ঘটনার পর নাথুনির মামা অভিযোগ করেন, তাঁর কাকা এবং চার ভাই নাথুনির জমি দখল করতে তাঁকে হত্যা করেছেন।
মামলার এক অভিযুক্ত সত্যেন্দ্র পাল বলেন, ‘আমার ছোট ভাই, যিনি পুলিশে কর্মরত, তাকেও মামলায় যুক্ত করা হয়েছিল। তবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কাছে অনুরোধ জানিয়ে তার নাম এফআইআর থেকে সরানো হয়।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা, আমি এবং দুই ভাই মিলে আট মাস কারাগারে ছিলাম। এখন আমরা জামিনে মুক্ত আছি।’
ঝাঁসি পুলিশের মাধ্যমে যখন সত্যেন্দ্র পাল জানতে পারেন তাঁর ভাই জীবিত, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমরা অবশেষে খুনের কলঙ্ক থেকে মুক্তি পেলাম।’
ভারতের ঝাঁসিতে নাথুনি পাল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর চাচা ও ভাইয়েরা জেলের ঘানি টেনেছেন বেশ কয়েক বছর। জেলের ঘানি টানতে গিয়ে চাচা ইহলোক ত্যাগ করেছেন। এখন জানা যাচ্ছে তিনি জীবিত। ঘটনার ১৭ বছর পর জীবন্ত উদয় হয়েছে তাঁর। ঘটনাটি বেশ সাঁড়া ফেলেছে ভারতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
উত্তর প্রদেশ রাজ্যের ঝাঁসি পুলিশ জানিয়েছে, ৬ জানুয়ারি সন্ধ্যায় টহল দেওয়ার সময় তাঁরা এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ধরেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই গ্রামে ছয় মাস ধরে বসবাস করছিলেন তিনি। পরিচয় নিশ্চিত করার পর জানা যায়, এটি সেই নাথুনি পাল, যাকে বিহার পুলিশের রেকর্ডে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে।
ছোটবেলায় বাবা-মাকে হারানো নাথুনি পাল পুলিশকে বলেন, ‘আমার স্ত্রীও বহু আগে আমাকে ছেড়ে চলে গেছেন। প্রায় ১৬ বছর হয়ে গেল, আমি শেষবার আমার বাড়ি বিহারে গিয়েছিলাম।’
এর আগে, ২০০৯ সালের আগে কোনো এক সময় নাথুনি পাল তাঁর বাড়ি থেকে নিখোঁজ হন। এই ঘটনার পর নাথুনির মামা অভিযোগ করেন, তাঁর কাকা এবং চার ভাই নাথুনির জমি দখল করতে তাঁকে হত্যা করেছেন।
মামলার এক অভিযুক্ত সত্যেন্দ্র পাল বলেন, ‘আমার ছোট ভাই, যিনি পুলিশে কর্মরত, তাকেও মামলায় যুক্ত করা হয়েছিল। তবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কাছে অনুরোধ জানিয়ে তার নাম এফআইআর থেকে সরানো হয়।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা, আমি এবং দুই ভাই মিলে আট মাস কারাগারে ছিলাম। এখন আমরা জামিনে মুক্ত আছি।’
ঝাঁসি পুলিশের মাধ্যমে যখন সত্যেন্দ্র পাল জানতে পারেন তাঁর ভাই জীবিত, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমরা অবশেষে খুনের কলঙ্ক থেকে মুক্তি পেলাম।’
অভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
১০ মিনিট আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
৩২ মিনিট আগেরায়ে তিনি বলেন, ‘নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের সম্পর্ক সামন্ত প্রভু ও ভূমিদাসের মতো। হাইকোর্টের বিচারকদের অভিবাদন জানানোর সময় জেলা বিচারকদের শারীরিক ভাষা এতটাই বিনয়ী থাকে, যা চাটুকারিতার কাছাকাছি। জেলা বিচারকরা যেন অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীর একমাত্র শনাক্তযোগ্য প্রজাতি।’
২ ঘণ্টা আগেফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। তবে বার্তা সংস্থা এএফপি জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি রাষ্ট্রকে চিহ্নিত করেছে, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এএফপির গণনায় ফ্রান্স অন্তর্ভুক্ত। কারণ, দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত...
৩ ঘণ্টা আগে