Ajker Patrika

ঔপনিবেশিক ভারতের রীতি এখনো চলমান: অমর্ত্য সেন

আজকের পত্রিকা ডেস্ক
ঔপনিবেশিক ভারতের রীতি এখনো চলমান: অমর্ত্য সেন

ভারতে গণমাধ্যমকর্মী, লেখক ও অধিকারকর্মীদের বিনা বিচারের দীর্ঘ সময় ধরে কারাবাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘ব্রিটিশ শাসনামলে ভারতীয়দের প্রায়ই বিনা বিচারে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হতো। অনেককেই দীর্ঘ সময়ের জন্য কারাগারে রাখা হতো...।’

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘একজন যুবক হিসেবে, সে সময় আমি আশা করেছিলাম যে ঔপনিবেশিক ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে এই অন্যায় ব্যবস্থা বন্ধ হবে। কিন্তু আফসোস, তা ঘটেনি। অভিযুক্ত ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করে কারাগারে রাখার অসমর্থক প্রথা মুক্ত ও গণতান্ত্রিক ভারতে এখনো অব্যাহত।’ 

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটি পৃথক ও একটি যৌথ বিবৃতি দিয়েছেন অমর্ত্য সেন। যৌথ বিবৃতিতে অমর্ত্য সেন ছাড়াও স্বাক্ষর করেছেন লেখক অমিতাভ ঘোষ, প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ওয়েন্ডি ব্রাউন ও জ্যান ওয়ার্নার-মুলার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত