Ajker Patrika

কাশ্মীরে প্রবল বর্ষণে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১১: ৪২
কাশ্মীরে প্রবল বর্ষণে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার প্রত্যন্ত গ্রামে প্রবল বর্ষণে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৪০ জন। প্রবল বর্ষণ ও বন্যায় কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। আজ বুধবার (২৮ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ডচ্চন তেহসিলের হনজার গ্রামে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। 

কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেন, আহতদের উদ্ধারে প্রয়োজনে উড়োজাহাজ পাঠানো হবে। বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

প্রসঙ্গত, কয়েক দিন ধরেই জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ মাসের শেষ দিকে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সজাগ থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কাশ্মীরে আরও কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নদী-নালা ও জলাশয়ের পানি বাড়তে পারে। জলাশয়ের কাছে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত