ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কারখানায় বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকনের বিরুদ্ধে। বিতর্কের মুখে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে তামিলনাড়ুর সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিবিসি সহ ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত কয়েক মাস ধরেই অভিযোগ ছিল—অ্যাপলের আইফোন তৈরির কারখানায় বিবাহিত নারীদের কাজের সুযোগ দেওয়া হয় না। সর্বশেষ এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্সও।
এমন অভিযোগের পর গতকাল বুধবার ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তামিলনাড়ু সরকারের কাছে বিষয়টি নিয়ে তদন্ত ও প্রতিবেদন চেয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৯৭৬ সালের সমান পারিশ্রমিক আইনের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘এই আইনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে, পুরুষ ও নারী কর্মীদের নিয়োগের সময় কোনো বৈষম্য করা হবে না।’
এর আগে গত মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়—তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছাকাছি এলাকায় দেশের প্রধান আইফোন তৈরির যে কারখানা রয়েছে সেখানে বিবাহিত নারীদের পরিকল্পিতভাবে চাকরি দেওয়া হয়নি। এর পেছনে নির্মাতা সংস্থা ফক্সকনের যুক্তি ছিল, বিবাহিত নারীদের পারিবারিক দায়িত্ববোধ অবিবাহিতদের তুলনায় বেশি। পাশাপাশি বিবাহিত নারীদের চাকরি দেওয়া হলে তাঁদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ারও বিষয় থাকে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে অতিরিক্ত ছুটিও দিতে হয় বিবাহিত নারীদের। ফলে কর্মক্ষমতায় এর প্রভাব পড়বে।
ফক্সকনের নিয়োগকারী এজেন্ট ও মানবসম্পদ বিভাগের একটি সূত্রের বরাতে এসব বিষয় বেরিয়ে আসে। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নজরে এসেছে।
ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কারখানায় বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকনের বিরুদ্ধে। বিতর্কের মুখে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে তামিলনাড়ুর সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিবিসি সহ ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত কয়েক মাস ধরেই অভিযোগ ছিল—অ্যাপলের আইফোন তৈরির কারখানায় বিবাহিত নারীদের কাজের সুযোগ দেওয়া হয় না। সর্বশেষ এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্সও।
এমন অভিযোগের পর গতকাল বুধবার ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তামিলনাড়ু সরকারের কাছে বিষয়টি নিয়ে তদন্ত ও প্রতিবেদন চেয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৯৭৬ সালের সমান পারিশ্রমিক আইনের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘এই আইনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে, পুরুষ ও নারী কর্মীদের নিয়োগের সময় কোনো বৈষম্য করা হবে না।’
এর আগে গত মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়—তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছাকাছি এলাকায় দেশের প্রধান আইফোন তৈরির যে কারখানা রয়েছে সেখানে বিবাহিত নারীদের পরিকল্পিতভাবে চাকরি দেওয়া হয়নি। এর পেছনে নির্মাতা সংস্থা ফক্সকনের যুক্তি ছিল, বিবাহিত নারীদের পারিবারিক দায়িত্ববোধ অবিবাহিতদের তুলনায় বেশি। পাশাপাশি বিবাহিত নারীদের চাকরি দেওয়া হলে তাঁদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ারও বিষয় থাকে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে অতিরিক্ত ছুটিও দিতে হয় বিবাহিত নারীদের। ফলে কর্মক্ষমতায় এর প্রভাব পড়বে।
ফক্সকনের নিয়োগকারী এজেন্ট ও মানবসম্পদ বিভাগের একটি সূত্রের বরাতে এসব বিষয় বেরিয়ে আসে। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নজরে এসেছে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে