Ajker Patrika

বিবাহিত নারীদের নিয়োগ না দেওয়ায় ভারতে তদন্তের মুখে অ্যাপল কারখানা

অনলাইন ডেস্ক
বিবাহিত নারীদের নিয়োগ না দেওয়ায় ভারতে তদন্তের মুখে অ্যাপল কারখানা

ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কারখানায় বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকনের বিরুদ্ধে। বিতর্কের মুখে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে তামিলনাড়ুর সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

বিবিসি সহ ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত কয়েক মাস ধরেই অভিযোগ ছিল—অ্যাপলের আইফোন তৈরির কারখানায় বিবাহিত নারীদের কাজের সুযোগ দেওয়া হয় না। সর্বশেষ এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্সও। 

এমন অভিযোগের পর গতকাল বুধবার ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তামিলনাড়ু সরকারের কাছে বিষয়টি নিয়ে তদন্ত ও প্রতিবেদন চেয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৯৭৬ সালের সমান পারিশ্রমিক আইনের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘এই আইনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে, পুরুষ ও নারী কর্মীদের নিয়োগের সময় কোনো বৈষম্য করা হবে না।’ 

এর আগে গত মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়—তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছাকাছি এলাকায় দেশের প্রধান আইফোন তৈরির যে কারখানা রয়েছে সেখানে বিবাহিত নারীদের পরিকল্পিতভাবে চাকরি দেওয়া হয়নি। এর পেছনে নির্মাতা সংস্থা ফক্সকনের যুক্তি ছিল, বিবাহিত নারীদের পারিবারিক দায়িত্ববোধ অবিবাহিতদের তুলনায় বেশি। পাশাপাশি বিবাহিত নারীদের চাকরি দেওয়া হলে তাঁদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ারও বিষয় থাকে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে অতিরিক্ত ছুটিও দিতে হয় বিবাহিত নারীদের। ফলে কর্মক্ষমতায় এর প্রভাব পড়বে। 

ফক্সকনের নিয়োগকারী এজেন্ট ও মানবসম্পদ বিভাগের একটি সূত্রের বরাতে এসব বিষয় বেরিয়ে আসে। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নজরে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত