Ajker Patrika

এক মাসে দুবার সর্বোচ্চ তাপমাত্রা দেখল মুম্বাই

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৬: ৩৬
এক মাসে দুবার সর্বোচ্চ তাপমাত্রা দেখল মুম্বাই

চলতি মাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভারতের মুম্বাই শহরে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, গতকাল রোববার শহরটিতে সর্বোচ্চ ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রকৃতিতে বাতাসের অনুপস্থিতি বা বিলম্বিত বাতাসের কারণে তাপমাত্রা বেড়েছে বলে গত পরশু জানিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে আবহাওয়া বিভাগ গতকাল ও আজ সোমবারের জন্য ‘তাপপ্রবাহের সতর্কতা’ জারি করেছিল।

গতকাল সান্তাক্রুজ মানমন্দির এবং কোলাবা মানমন্দিরে যথাক্রমে ৩৯ দশমিক ৪ ডিগ্রি ও ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। 

আবহাওয়া বিভাগের বিজ্ঞানী রাজেন্দ্র জেনামানি বলেছেন, ‘এ মাসে দ্বিতীয়বারের মতো মুম্বাই শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ৬ মার্চ সান্তাক্রুজে সর্বোচ্চ ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর গতকাল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।’

রাজেন্দ্র জেনামানি আরও জানিয়েছেন, সাধারণত বেলা সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে সামুদ্রিক বাতাসের কারণে মুম্বাইয়ের কঙ্কণ অঞ্চলে নিম্ন তাপমাত্রা দেখা যায়। তবে গত ৭ থেকে ১০ দিন ধরে সামুদ্রিক হাওয়া অনুপস্থিত বা বিলম্বিত হওয়ার কারণে তাপমাত্রা বেড়েছে। একই কারণে রাজস্থান ও গুজরাটের তাপমাত্রাও সর্বোচ্চে হওয়ার কথা ছিল, কিন্তু ঝড় ও মেঘের কারণে ওই এলাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত