ভারতের উত্তর–পূর্ব রাজ্য মণিপুরে ধর্ষণের পর দুই নারীকে নগ্ন করে ঘোরানোর ভিডিও প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় দুই মাস আগে মণিপুর রাজ্যের দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘাতকালে ওই দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং পরে নগ্ন করে ঘোরানো হয়। সেই ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে। এ নিয়ে উত্তাল পুরো ভারতই।
গত সপ্তাহে যখন মণিপুরের এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সারা বিশ্বেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দুই মাসের বেশি সময় ধরে চলা সংঘাত নিয়ে চুপ থাকলেও ভিডিও প্রকাশের পর নীরবতা ভাঙতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংসদের বাইরে নরেন্দ্র মোদির ৩০ সেকেন্ডের দেওয়া ভাষণের পরে পুলিশ অ্যাকশনে যায়। মণিপুরে ক্ষমতায় রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ভারতের মণিপুরের ঘটনা খুব ভয়াবহ ও পাশবিক। যুক্তরাষ্ট্র ওই নারীদের প্রতি সমবেদনা জানিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র মণিপুরের ঘটনার শান্তিপূর্ণ সমাধান চায়। সব গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে যুক্তরাষ্ট্র।
কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলা সংঘাতে ২১ বছর ও ৪২ বছর বয়সী দুই নারী দলবদ্ধ ধর্ষণ ও নগ্ন করে ঘোরানোর ভিডিও ধারণ করা হয়।
এ ঘটনায় থৈবাল শহরের বাসিন্দা হেইরুম হেরা দাস (৩২) গত বুধবার প্রথম গ্রেপ্তার হন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় মণিপুর পুলিশ জানায়, নংপোক সেকমাই থানার অধীনে অপহরণ এবং দলবদ্ধ ধর্ষণের মামলায় আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশ যত দ্রুত সম্ভব অন্য অপরাধীদের গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
গ্রেপ্তারকৃত বাকি তিনজনের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
ভারতের উত্তর–পূর্ব রাজ্য মণিপুরে ধর্ষণের পর দুই নারীকে নগ্ন করে ঘোরানোর ভিডিও প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় দুই মাস আগে মণিপুর রাজ্যের দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘাতকালে ওই দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং পরে নগ্ন করে ঘোরানো হয়। সেই ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে। এ নিয়ে উত্তাল পুরো ভারতই।
গত সপ্তাহে যখন মণিপুরের এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সারা বিশ্বেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দুই মাসের বেশি সময় ধরে চলা সংঘাত নিয়ে চুপ থাকলেও ভিডিও প্রকাশের পর নীরবতা ভাঙতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংসদের বাইরে নরেন্দ্র মোদির ৩০ সেকেন্ডের দেওয়া ভাষণের পরে পুলিশ অ্যাকশনে যায়। মণিপুরে ক্ষমতায় রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ভারতের মণিপুরের ঘটনা খুব ভয়াবহ ও পাশবিক। যুক্তরাষ্ট্র ওই নারীদের প্রতি সমবেদনা জানিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র মণিপুরের ঘটনার শান্তিপূর্ণ সমাধান চায়। সব গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে যুক্তরাষ্ট্র।
কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলা সংঘাতে ২১ বছর ও ৪২ বছর বয়সী দুই নারী দলবদ্ধ ধর্ষণ ও নগ্ন করে ঘোরানোর ভিডিও ধারণ করা হয়।
এ ঘটনায় থৈবাল শহরের বাসিন্দা হেইরুম হেরা দাস (৩২) গত বুধবার প্রথম গ্রেপ্তার হন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় মণিপুর পুলিশ জানায়, নংপোক সেকমাই থানার অধীনে অপহরণ এবং দলবদ্ধ ধর্ষণের মামলায় আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশ যত দ্রুত সম্ভব অন্য অপরাধীদের গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
গ্রেপ্তারকৃত বাকি তিনজনের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
ইরানে নারীদের ওপর দুইটি পৃথক সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। একটি ভিডিওতে রাস্তায় এক নারীকে ভয়াবহভাবে নির্যাতন এবং অপরটিতে একটি পেশাদার সভায় নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নেতানিয়াহুর পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পথ ঠিক করা হয়েছে—আমরা পুরো গাজা দখলের পথে যাচ্ছি এবং হামাসকে পরাজিত করব।’
৭ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও ধ্বংস করে দিয়েছে।’
৯ ঘণ্টা আগেহাবিবুল্লাহ খাত্তি এখন তাঁর পরিবারকে নিয়ে কাছের করাচি শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বৃহত্তম এ শহরে সিন্ধু বদ্বীপসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।
১০ ঘণ্টা আগে