কিয়েভে একযোগে ২৭৩ ড্রোনের হামলা, সংকটের জড় সমূলে উৎপাটনের ঘোষণা পুতিনের
ইউক্রেন দাবি করেছে, রাশিয়া আজ রোববার অন্তত ২৭৩টি ড্রোন দিয়ে একযোগে কিয়েভ অঞ্চলের ওপর হামলা চালিয়েছে। এসব ড্রোনের মধ্যে ৮৮ টিকে ভূপাতিত করা হয়েছে। এদিকে, এই হামলার ঘটনার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেন সংকটের জড় সমূলে উৎপাটন করতে চান।