Ajker Patrika

রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রুশপন্থীকে হারিয়ে দিলেন ইউরোপপন্থী প্রার্থী

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ মে ২০২৫, ১৯: ১১
রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী নিকুসোর ড্যান। ছবি: এএফপি
রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী নিকুসোর ড্যান। ছবি: এএফপি

রোমানিয়ায় বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনে ইউরোপপন্থী ও দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য পরিচিত বুচারেস্টের মেয়র নিকুসোর ড্যান জয়ী হয়েছেন। আজ সোমবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৯ শতাংশ ভোট গণনায় ড্যান পেয়েছেন ৫৪ শতাংশ ভোট। অন্যদিকে তাঁর কট্টর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী জর্জ সিমিওন পেয়েছেন ৪৬ শতাংশ।

এই নির্বাচন শুধু রোমানিয়ার জন্য নয়, বরং ইউরোপের ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছিল। ড্যানের জয়কে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউক্রেন স্বাগত জানিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, নিকুসোর ড্যান দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং রোমানিয়ার ইইউ ও ন্যাটো সদস্যপদকে দৃঢ়ভাবে সমর্থনের অঙ্গীকার করে প্রচারণা চালিয়েছিলেন। অন্যদিকে ইউরো-সন্দেহবাদী সিমিওন ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাঁচে বিদ্যমান শাসনব্যবস্থাকে ভাঙার হুমকি দিয়েছিলেন।

তবে সিমিওন বিজয়ী হলে রোমানিয়াকে ইউরোপ থেকে সরিয়ে রাশিয়ার দিকে ঠেলে দিতে পারেন—এমন আশঙ্কা তাঁর বিরুদ্ধে ভোট দিতে প্ররোচিত করেছে অনেক ভোটারকে। দেশটির ২৫ বছরের মধ্যে এবার সর্বোচ্চ ৬৫ শতাংশ ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। প্রথম দফায় এগিয়ে থাকা সিমিওন দ্বিতীয় দফায় হার স্বীকার করেন।

ড্যানের বিজয়কে স্বাগত জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ড্যানের বিজয় একটি শক্তিশালী ইউরোপ গঠনে সহায়ক হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, বহু বিভ্রান্তির চেষ্টার পরও রোমানিয়ার মানুষ গণতন্ত্র, আইনের শাসন ও ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রোমানিয়াকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাওয়া গুরুত্বপূর্ণ।

এই নির্বাচনের আগে রোমানিয়ার সাংবিধানিক আদালত রুশ হস্তক্ষেপ ও উগ্র ডানপন্থী প্রার্থীর প্রচারচেষ্টার অভিযোগে আগের একটি নির্বাচন বাতিল করেছিলেন। ওই সময় ক্যালিন জর্জেস্কু নামের এক প্রার্থীকে প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত