অনলাইন ডেস্ক
কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবি এবং আমদানি বিধি–নিষেধের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করে আসছেন ফ্রান্সের কৃষকেরা। এবার প্যারিসে আয়োজিত বাৎসরিক কৃষি মেলায় হানা দিয়েছেন একদল ক্ষুব্ধ কৃষক। আজ শনিবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এর আগেই কৃষকেরা মেলায় ঢুকে হট্টগোল শুরু করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, মেলার ভেতরে পুলিশের বাধার মুখে পড়ে কৃষকেরা হট্টগোল শুরু করে দেন এবং প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে তাঁর উদ্দেশে গালিগালাজ করেন।
ক্ষুব্ধ কৃষকেরা চিৎকার করে বলেন, ‘এটা আমাদের বাড়ি!’ কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ অন্তত একজন বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
আজ শনিবার ফরাসি কৃষক সংঘের নেতাদের সঙ্গে নাশতা সারার পরই মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট মাখোঁর। এরপর মেলায় কৃষক, খাদ্য প্রক্রিয়াকারী এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা সভা করতে চেয়েছিলেন। তবে কৃষক ইউনিয়নগুলো উপস্থিত হতে অস্বীকৃতি জানানোর পর সেটি বাতিল করে দেন।
আরও ভালো আয় ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের দাবি এবং সস্তা আমদানি পণ্যের কারণে সৃষ্ট অসম প্রতিযোগিতার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ করছেন কৃষকেরা।
ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘আমি কৃষকদের উদ্দেশে বলছি: আপনি মেলার স্ট্যান্ড ভেঙে আপনার সহকর্মীর কোনো সাহায্য করছেন না, আপনি মেলা ভন্ডুল করে কোনো সহকর্মীর সাহায্য করছেন না। আপনি বরং তাঁদের পরিবারকে এখানে আসতে বাধা দিচ্ছেন।’
প্যারিস কৃষি মেলা ফ্রান্সের একটি বড় আয়োজন। নয় দিনের এ মেলায় প্রায় ৬ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে।
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া কৃষক বিক্ষোভ ক্রমেই চরম ডানপন্থী আন্দোলনে পরিণত হচ্ছে। অনেক নির্বাচনী এলাকায় এই বিক্ষোভকারী কৃষকদের প্রতিনিধিত্ব বাড়ছে। ফলে আগামী জুনে অনুষ্ঠেয় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এই ভোট ফলাফল নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
ফ্রান্সের কৃষকেরা মহাসড়ক অবরোধ ও সরকারি ভবনের সামনে সার ফেলে রাখাসহ বিভিন্নভাবে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন। তবে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল ৪০ কোটি ইউরোর নতুন পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়ার পর চলতি মাসের শুরুর দিকে তাঁর বিক্ষোভ স্থগিত করেন।
সহায়তার পরিমাণ বাড়ানো এবং প্রতিশ্রুতি পূরণের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চলতি সপ্তাহে কৃষকেরা নতুন কর্মসূচি দিয়েছেন।
কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবি এবং আমদানি বিধি–নিষেধের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করে আসছেন ফ্রান্সের কৃষকেরা। এবার প্যারিসে আয়োজিত বাৎসরিক কৃষি মেলায় হানা দিয়েছেন একদল ক্ষুব্ধ কৃষক। আজ শনিবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এর আগেই কৃষকেরা মেলায় ঢুকে হট্টগোল শুরু করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, মেলার ভেতরে পুলিশের বাধার মুখে পড়ে কৃষকেরা হট্টগোল শুরু করে দেন এবং প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে তাঁর উদ্দেশে গালিগালাজ করেন।
ক্ষুব্ধ কৃষকেরা চিৎকার করে বলেন, ‘এটা আমাদের বাড়ি!’ কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ অন্তত একজন বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
আজ শনিবার ফরাসি কৃষক সংঘের নেতাদের সঙ্গে নাশতা সারার পরই মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট মাখোঁর। এরপর মেলায় কৃষক, খাদ্য প্রক্রিয়াকারী এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা সভা করতে চেয়েছিলেন। তবে কৃষক ইউনিয়নগুলো উপস্থিত হতে অস্বীকৃতি জানানোর পর সেটি বাতিল করে দেন।
আরও ভালো আয় ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের দাবি এবং সস্তা আমদানি পণ্যের কারণে সৃষ্ট অসম প্রতিযোগিতার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ করছেন কৃষকেরা।
ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘আমি কৃষকদের উদ্দেশে বলছি: আপনি মেলার স্ট্যান্ড ভেঙে আপনার সহকর্মীর কোনো সাহায্য করছেন না, আপনি মেলা ভন্ডুল করে কোনো সহকর্মীর সাহায্য করছেন না। আপনি বরং তাঁদের পরিবারকে এখানে আসতে বাধা দিচ্ছেন।’
প্যারিস কৃষি মেলা ফ্রান্সের একটি বড় আয়োজন। নয় দিনের এ মেলায় প্রায় ৬ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে।
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া কৃষক বিক্ষোভ ক্রমেই চরম ডানপন্থী আন্দোলনে পরিণত হচ্ছে। অনেক নির্বাচনী এলাকায় এই বিক্ষোভকারী কৃষকদের প্রতিনিধিত্ব বাড়ছে। ফলে আগামী জুনে অনুষ্ঠেয় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এই ভোট ফলাফল নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
ফ্রান্সের কৃষকেরা মহাসড়ক অবরোধ ও সরকারি ভবনের সামনে সার ফেলে রাখাসহ বিভিন্নভাবে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন। তবে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল ৪০ কোটি ইউরোর নতুন পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়ার পর চলতি মাসের শুরুর দিকে তাঁর বিক্ষোভ স্থগিত করেন।
সহায়তার পরিমাণ বাড়ানো এবং প্রতিশ্রুতি পূরণের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চলতি সপ্তাহে কৃষকেরা নতুন কর্মসূচি দিয়েছেন।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৬ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে