কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবি এবং আমদানি বিধি–নিষেধের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করে আসছেন ফ্রান্সের কৃষকেরা। এবার প্যারিসে আয়োজিত বাৎসরিক কৃষি মেলায় হানা দিয়েছেন একদল ক্ষুব্ধ কৃষক। আজ শনিবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এর আগেই কৃষকেরা মেলায় ঢুকে হট্টগোল শুরু করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, মেলার ভেতরে পুলিশের বাধার মুখে পড়ে কৃষকেরা হট্টগোল শুরু করে দেন এবং প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে তাঁর উদ্দেশে গালিগালাজ করেন।
ক্ষুব্ধ কৃষকেরা চিৎকার করে বলেন, ‘এটা আমাদের বাড়ি!’ কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ অন্তত একজন বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
আজ শনিবার ফরাসি কৃষক সংঘের নেতাদের সঙ্গে নাশতা সারার পরই মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট মাখোঁর। এরপর মেলায় কৃষক, খাদ্য প্রক্রিয়াকারী এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা সভা করতে চেয়েছিলেন। তবে কৃষক ইউনিয়নগুলো উপস্থিত হতে অস্বীকৃতি জানানোর পর সেটি বাতিল করে দেন।
আরও ভালো আয় ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের দাবি এবং সস্তা আমদানি পণ্যের কারণে সৃষ্ট অসম প্রতিযোগিতার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ করছেন কৃষকেরা।
ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘আমি কৃষকদের উদ্দেশে বলছি: আপনি মেলার স্ট্যান্ড ভেঙে আপনার সহকর্মীর কোনো সাহায্য করছেন না, আপনি মেলা ভন্ডুল করে কোনো সহকর্মীর সাহায্য করছেন না। আপনি বরং তাঁদের পরিবারকে এখানে আসতে বাধা দিচ্ছেন।’
প্যারিস কৃষি মেলা ফ্রান্সের একটি বড় আয়োজন। নয় দিনের এ মেলায় প্রায় ৬ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে।
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া কৃষক বিক্ষোভ ক্রমেই চরম ডানপন্থী আন্দোলনে পরিণত হচ্ছে। অনেক নির্বাচনী এলাকায় এই বিক্ষোভকারী কৃষকদের প্রতিনিধিত্ব বাড়ছে। ফলে আগামী জুনে অনুষ্ঠেয় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এই ভোট ফলাফল নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
ফ্রান্সের কৃষকেরা মহাসড়ক অবরোধ ও সরকারি ভবনের সামনে সার ফেলে রাখাসহ বিভিন্নভাবে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন। তবে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল ৪০ কোটি ইউরোর নতুন পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়ার পর চলতি মাসের শুরুর দিকে তাঁর বিক্ষোভ স্থগিত করেন।
সহায়তার পরিমাণ বাড়ানো এবং প্রতিশ্রুতি পূরণের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চলতি সপ্তাহে কৃষকেরা নতুন কর্মসূচি দিয়েছেন।
কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবি এবং আমদানি বিধি–নিষেধের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করে আসছেন ফ্রান্সের কৃষকেরা। এবার প্যারিসে আয়োজিত বাৎসরিক কৃষি মেলায় হানা দিয়েছেন একদল ক্ষুব্ধ কৃষক। আজ শনিবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এর আগেই কৃষকেরা মেলায় ঢুকে হট্টগোল শুরু করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, মেলার ভেতরে পুলিশের বাধার মুখে পড়ে কৃষকেরা হট্টগোল শুরু করে দেন এবং প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে তাঁর উদ্দেশে গালিগালাজ করেন।
ক্ষুব্ধ কৃষকেরা চিৎকার করে বলেন, ‘এটা আমাদের বাড়ি!’ কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ অন্তত একজন বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
আজ শনিবার ফরাসি কৃষক সংঘের নেতাদের সঙ্গে নাশতা সারার পরই মেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট মাখোঁর। এরপর মেলায় কৃষক, খাদ্য প্রক্রিয়াকারী এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা সভা করতে চেয়েছিলেন। তবে কৃষক ইউনিয়নগুলো উপস্থিত হতে অস্বীকৃতি জানানোর পর সেটি বাতিল করে দেন।
আরও ভালো আয় ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের দাবি এবং সস্তা আমদানি পণ্যের কারণে সৃষ্ট অসম প্রতিযোগিতার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ করছেন কৃষকেরা।
ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘আমি কৃষকদের উদ্দেশে বলছি: আপনি মেলার স্ট্যান্ড ভেঙে আপনার সহকর্মীর কোনো সাহায্য করছেন না, আপনি মেলা ভন্ডুল করে কোনো সহকর্মীর সাহায্য করছেন না। আপনি বরং তাঁদের পরিবারকে এখানে আসতে বাধা দিচ্ছেন।’
প্যারিস কৃষি মেলা ফ্রান্সের একটি বড় আয়োজন। নয় দিনের এ মেলায় প্রায় ৬ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে।
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া কৃষক বিক্ষোভ ক্রমেই চরম ডানপন্থী আন্দোলনে পরিণত হচ্ছে। অনেক নির্বাচনী এলাকায় এই বিক্ষোভকারী কৃষকদের প্রতিনিধিত্ব বাড়ছে। ফলে আগামী জুনে অনুষ্ঠেয় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এই ভোট ফলাফল নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
ফ্রান্সের কৃষকেরা মহাসড়ক অবরোধ ও সরকারি ভবনের সামনে সার ফেলে রাখাসহ বিভিন্নভাবে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন। তবে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল ৪০ কোটি ইউরোর নতুন পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়ার পর চলতি মাসের শুরুর দিকে তাঁর বিক্ষোভ স্থগিত করেন।
সহায়তার পরিমাণ বাড়ানো এবং প্রতিশ্রুতি পূরণের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চলতি সপ্তাহে কৃষকেরা নতুন কর্মসূচি দিয়েছেন।
নেপালে জেন-জেড প্রজন্মের নেতৃত্বে চলমান আন্দোলনে নতুন মোড় এসেছে। দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণেরা দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে।
২১ মিনিট আগে১৯৬৩ সালে মাত্র ১৮ বছর বয়সে চোই মাল-জা গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাঁকে সে সময় ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, তাঁর হামলাকারীকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী হয়েও অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছিলেন চোই।
২৬ মিনিট আগেনেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহাল, সিপিএন (একীভূত সমাজবাদী) চেয়ারম্যান মাধবকুমার নেপালসহ একাধিক মন্ত্রীকে নিরাপত্তার কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র শিবপুরীতে রাখা হয়েছে।
২ ঘণ্টা আগেজাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৩ ঘণ্টা আগে