Ajker Patrika

অভিবাসন ঠেকাতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি সুনাক ও ট্রাসের

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫: ৩৯
অভিবাসন ঠেকাতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি সুনাক ও ট্রাসের

নানা ধাপ পেরিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত টিকে আছেন দুই প্রার্থী। তাঁরা হলেন ঋষি সুনাক ও লিজ ট্রাস। চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। দুজনই যুক্তরাজ্যে অভিবাসন ঠেকাতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

ঋষি সুনাক বলেন, ‘অভিবাসনের শর্ত আরও কঠোর করা হবে। কতসংখ্যক অভিবাসী প্রবেশাধিকার পাবে সেটি বেঁধে দেওয়া হবে।’ 

লিজ ট্রাস বলেন, ‘যুক্তরাজ্যের রুয়ান্ডা আশ্রয় পরিকল্পনা প্রসারিত করা হবে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হবে এবং নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে। সীমান্তে নিরাপত্তাকর্মীর সংখ্যা ৯ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ৮০০ করা হবে।’ 

অভিবাসন ঠেকাতে কঠোর হবে যুক্তরাজ্য। ছবি: রয়টার্সবিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ১৪ হাজারের বেশি মানুষ ছোট ছোট নৌকায় চড়ে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। 

এদিকে অভিবাসন ছাড়াও যুক্তরাজ্যের বড় একটি সমস্যা অতিরিক্ত কর। কর কমাতে তাৎক্ষণিক ৩ হাজার কোটি পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস। অন্যদিকে ঋষি সুনাক বলেছেন, কর কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। এটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে। 

উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। রানি তখন সরকার গঠন করতে বলবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত