অনলাইন ডেস্ক
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স। আগামী জুন মাসেই এই স্বীকৃতির ঘোষণা আসতে পারে। এমনটাই জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ গতকাল বুধবার ঘোষণা করেন, ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভবত আগামী জুনে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য একটি জাতিসংঘ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স-ফাইভকে দেওয়া সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ‘আমাদের স্বীকৃতির দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা আগামী মাসগুলোতেই তা করব।’ তিনি উল্লেখ করেন, ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে এক সম্মেলনে এই পরিকল্পিত স্বীকৃতি চূড়ান্ত করা হতে পারে, যার লক্ষ্য ফিলিস্তিনি সমস্যার সমাধান করা।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের লক্ষ্য জুনে সৌদি আরবের সঙ্গে মিলে এই সম্মেলনের আয়োজন করা, যেখানে আমরা বেশ কয়েকটি পক্ষের তরফ থেকে (ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য) পারস্পরিক স্বীকৃতির এই পদক্ষেপটি চূড়ান্ত করতে পারি।’
গত বছরের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে পৃথক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। স্পেন সরকারের এক মুখপাত্র ঘোষণা করেন, স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। দেশটির মন্ত্রিসভা আয়ারল্যান্ড ও নরওয়ের অনুরূপ পদক্ষেপের সমান্তরালে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
স্পেন সরকারের মুখপাত্র পিলার অ্যালেগ্রিয়া বলেন, মন্ত্রিসভা ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে’ যার ‘উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সাহায্য করা।’ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সে সময় বলেছিলেন, স্পেন ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষের অধীনে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরসহ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে, যার রাজধানী হবে ‘পূর্ব জেরুজালেম।’
টেলিভিশন ভাষণে সানচেজ আরও বলেন, সব পক্ষ একমত না হওয়া পর্যন্ত স্পেন ১৯৬৭ সালের পর ফিলিস্তিন সীমান্তের কোনো পরিবর্তনকে স্বীকৃতি দেবে না। এর এক মাস পর আর্মেনিয়াও একই পদক্ষেপ নেয়। এই পদক্ষেপের ফলে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৪৭টি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল।
এর আগে, ২০১৪ সালে সুইডেন প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আগে আরও ছয়টি ইউরোপীয় দেশ এই পদক্ষেপ নিয়েছিল—বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স। আগামী জুন মাসেই এই স্বীকৃতির ঘোষণা আসতে পারে। এমনটাই জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ গতকাল বুধবার ঘোষণা করেন, ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভবত আগামী জুনে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য একটি জাতিসংঘ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স-ফাইভকে দেওয়া সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ‘আমাদের স্বীকৃতির দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা আগামী মাসগুলোতেই তা করব।’ তিনি উল্লেখ করেন, ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে এক সম্মেলনে এই পরিকল্পিত স্বীকৃতি চূড়ান্ত করা হতে পারে, যার লক্ষ্য ফিলিস্তিনি সমস্যার সমাধান করা।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের লক্ষ্য জুনে সৌদি আরবের সঙ্গে মিলে এই সম্মেলনের আয়োজন করা, যেখানে আমরা বেশ কয়েকটি পক্ষের তরফ থেকে (ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য) পারস্পরিক স্বীকৃতির এই পদক্ষেপটি চূড়ান্ত করতে পারি।’
গত বছরের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে পৃথক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। স্পেন সরকারের এক মুখপাত্র ঘোষণা করেন, স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। দেশটির মন্ত্রিসভা আয়ারল্যান্ড ও নরওয়ের অনুরূপ পদক্ষেপের সমান্তরালে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
স্পেন সরকারের মুখপাত্র পিলার অ্যালেগ্রিয়া বলেন, মন্ত্রিসভা ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে’ যার ‘উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সাহায্য করা।’ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সে সময় বলেছিলেন, স্পেন ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষের অধীনে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরসহ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে, যার রাজধানী হবে ‘পূর্ব জেরুজালেম।’
টেলিভিশন ভাষণে সানচেজ আরও বলেন, সব পক্ষ একমত না হওয়া পর্যন্ত স্পেন ১৯৬৭ সালের পর ফিলিস্তিন সীমান্তের কোনো পরিবর্তনকে স্বীকৃতি দেবে না। এর এক মাস পর আর্মেনিয়াও একই পদক্ষেপ নেয়। এই পদক্ষেপের ফলে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৪৭টি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল।
এর আগে, ২০১৪ সালে সুইডেন প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আগে আরও ছয়টি ইউরোপীয় দেশ এই পদক্ষেপ নিয়েছিল—বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবারের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত
৮ ঘণ্টা আগেচলমান এই বাণিজ্যযুদ্ধে কোন দেশ প্রথম পিছু হটবে, তা বিশ্লেষণ করার জন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র থেকে চীন কী কী আমদানি করে, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে। সিএনএন দেখেছে, যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চীন কীভাবে অন্য দেশ থেকে এসব পণ্য আমদানি করে তাদের চাহিদা পূরণ করতে
৯ ঘণ্টা আগে