নর্ড স্ট্রিম-১ দিয়ে ইউরোপ অঞ্চলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছে, এই পাইপলাইনে কিছু সংস্কার কার্যক্রম চালাতে হবে। সে কারণেই মূলত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আগামী তিন দিন নর্ড স্ট্রিম-১ নামের পাইপলাইনটিতে গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম এ তথ্য নিশ্চিত করেছে।
অবশ্য এর আগে থেকেই এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছিল রাশিয়া। এ ক্ষেত্রে ইউরোপের অভিযোগ, ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নানামাত্রিক নিষেধাজ্ঞা আরোপের কারণেই জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে রাশিয়া বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন বিশ্বজুড়ে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে এই পাইপলাইন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত জুলাই মাসে ১০ দিনের জন্য এই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া। ওই সময়ও গ্যাস সরবরাহ বন্ধের কারণ হিসেবে পাইপলাইন সংস্কারের বিষয়টিকেই তুলে ধরেছিল রাশিয়া।
নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের অধিকাংশেরই মালিকানা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমের। একক বৃহত্তম এই পাইপলাইন জার্মানি হয়ে রাশিয়া থেকে ইউরোপের জন্য গ্যাস বয়ে নিয়ে যায়। রাশিয়ার গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল ইউরোপ। গত বছরও ইউরোপের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ এককভাবে পূরণ করেছিল রাশিয়া। তবে ইউক্রেনে যুদ্ধের কারণে সেই সরবরাহে বিপুলভাবে ভাটা পড়েছে। ফলে ইউরোপে শিল্পকারখানার উৎপাদন কমে গেছে, যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বেড়েছে।
এর আগে কখনো এই পাইপলাইনে সংস্কারকাজের কথা তেমন একটা না শোনা গেলেও সম্প্রতি এই কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এই পাইপলাইন এখন পশ্চিমের দেওয়া নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়ার দর-কষাকষির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। অন্যদিকে ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, এভাবে ‘কৃত্রিম’ সংকট তৈরি করে গ্যাসের মূল্য বাড়িয়ে নিতে পারে রাশিয়া, যা এরই মধ্যে ৪০০ শতাংশ বেড়েছে।
নর্ড স্ট্রিম-১ দিয়ে ইউরোপ অঞ্চলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছে, এই পাইপলাইনে কিছু সংস্কার কার্যক্রম চালাতে হবে। সে কারণেই মূলত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আগামী তিন দিন নর্ড স্ট্রিম-১ নামের পাইপলাইনটিতে গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম এ তথ্য নিশ্চিত করেছে।
অবশ্য এর আগে থেকেই এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছিল রাশিয়া। এ ক্ষেত্রে ইউরোপের অভিযোগ, ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নানামাত্রিক নিষেধাজ্ঞা আরোপের কারণেই জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে রাশিয়া বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন বিশ্বজুড়ে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে এই পাইপলাইন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত জুলাই মাসে ১০ দিনের জন্য এই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া। ওই সময়ও গ্যাস সরবরাহ বন্ধের কারণ হিসেবে পাইপলাইন সংস্কারের বিষয়টিকেই তুলে ধরেছিল রাশিয়া।
নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের অধিকাংশেরই মালিকানা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমের। একক বৃহত্তম এই পাইপলাইন জার্মানি হয়ে রাশিয়া থেকে ইউরোপের জন্য গ্যাস বয়ে নিয়ে যায়। রাশিয়ার গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল ইউরোপ। গত বছরও ইউরোপের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ এককভাবে পূরণ করেছিল রাশিয়া। তবে ইউক্রেনে যুদ্ধের কারণে সেই সরবরাহে বিপুলভাবে ভাটা পড়েছে। ফলে ইউরোপে শিল্পকারখানার উৎপাদন কমে গেছে, যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বেড়েছে।
এর আগে কখনো এই পাইপলাইনে সংস্কারকাজের কথা তেমন একটা না শোনা গেলেও সম্প্রতি এই কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এই পাইপলাইন এখন পশ্চিমের দেওয়া নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়ার দর-কষাকষির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। অন্যদিকে ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, এভাবে ‘কৃত্রিম’ সংকট তৈরি করে গ্যাসের মূল্য বাড়িয়ে নিতে পারে রাশিয়া, যা এরই মধ্যে ৪০০ শতাংশ বেড়েছে।
ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। পাল্টা হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
১ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক বিজেপি মন্ত্রীর মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ওই মন্ত্রী। ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে একাধিকবার কর্নেল কুরেশিকে দেখা
১ ঘণ্টা আগেযুদ্ধ থেমে গেলেও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে
২ ঘণ্টা আগেপাকিস্তান সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল পূর্ণম কুমার শ’কে ফিরিয়ে দিয়েছে। গত ২৩ এপ্রিল বিএসএফের এই জওয়ান সীমান্ত পার হয়ে পাকিস্তানে চলে গেলে দেশটি নিরাপত্তাবাহিনীর হাতে আটক হন। সেই হিসাবে আজ বুধবার দীর্ঘ ২১ দিন পর তাঁকে ফেরত দেওয়া হলো।
৩ ঘণ্টা আগে