ইংল্যান্ডের রাজধানী লন্ডনের উত্তর-পূর্বাংশে হেনল্ট স্টেশনের কাছে তলোয়ার হাতে এক যুবক রাস্তায় ২ পুলিশসহ কয়েকজনকে আক্রমণ করেছেন। আজ স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। পরে সেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
পুলিশ বলেছে যে, স্থানীয় সময় সকাল ৭টার আগে তারা ফোন পান। বাড়ির ভেতর একটি গাড়ি ঢুকে পড়েছে এবং কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানতে পারে পুলিশ। এরপর ঘটনা সম্পর্কে এক বিবৃতিতে পুলিশ বলেছে যে, সন্দেহভাজন ব্যক্তি দুই পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে আক্রমণ করেছিল। সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
হতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার জন্য অপেক্ষা করছে বলে জানায় পুলিশ। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে যে, তারা পাঁচজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে এবং সবাইকে হাসপাতালে নিয়ে গেছে। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বৃহত্তর লন্ডনের ৬২০ বর্গমাইল (১,৬০৫ বর্গকিলোমিটার) এলাকাকে নিয়ন্ত্রণকারী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডে আডেলেকান বলেছেন, ‘এই ঘটনাকে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে না।’
সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে যে, উত্তর-পূর্ব লন্ডনের হেনল্টের কাছে থারলো গার্ডেনসের আবাসিক এলাকার রাস্তায় একজন লোককে সামুরাই-টাইপ তরোয়াল নিয়ে হাঁটতে দেখা গেছে।
লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন যে, তিনি এই ঘটনা শুনে বিধ্বস্ত এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ অফিসার এবং জরুরি পরিষেবাগুলো তাদের সর্বোচ্চ সেবা দেখিয়ে আক্রান্তদের রক্ষা করার জন্য ছুটে গিয়েছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
গত সপ্তাহে ইংল্যান্ডের কনজারভেটিভ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা বেড়ে যাওয়ায় লেবার পার্টির মেয়র সাদিক খানের সমালোচনা করেছিলেন।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে লন্ডনে ছুরিকাঘাতের অপরাধ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছুরিকাঘাতের ১৪ হাজার ৫৭৭টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসে সামগ্রিকভাবে ছুরিকাঘাতের ঘটনা বেড়েছে ৭ শতাংশ।
ইংল্যান্ডের রাজধানী লন্ডনের উত্তর-পূর্বাংশে হেনল্ট স্টেশনের কাছে তলোয়ার হাতে এক যুবক রাস্তায় ২ পুলিশসহ কয়েকজনকে আক্রমণ করেছেন। আজ স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। পরে সেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
পুলিশ বলেছে যে, স্থানীয় সময় সকাল ৭টার আগে তারা ফোন পান। বাড়ির ভেতর একটি গাড়ি ঢুকে পড়েছে এবং কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানতে পারে পুলিশ। এরপর ঘটনা সম্পর্কে এক বিবৃতিতে পুলিশ বলেছে যে, সন্দেহভাজন ব্যক্তি দুই পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে আক্রমণ করেছিল। সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
হতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার জন্য অপেক্ষা করছে বলে জানায় পুলিশ। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে যে, তারা পাঁচজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে এবং সবাইকে হাসপাতালে নিয়ে গেছে। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বৃহত্তর লন্ডনের ৬২০ বর্গমাইল (১,৬০৫ বর্গকিলোমিটার) এলাকাকে নিয়ন্ত্রণকারী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডে আডেলেকান বলেছেন, ‘এই ঘটনাকে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে না।’
সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে যে, উত্তর-পূর্ব লন্ডনের হেনল্টের কাছে থারলো গার্ডেনসের আবাসিক এলাকার রাস্তায় একজন লোককে সামুরাই-টাইপ তরোয়াল নিয়ে হাঁটতে দেখা গেছে।
লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন যে, তিনি এই ঘটনা শুনে বিধ্বস্ত এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ অফিসার এবং জরুরি পরিষেবাগুলো তাদের সর্বোচ্চ সেবা দেখিয়ে আক্রান্তদের রক্ষা করার জন্য ছুটে গিয়েছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
গত সপ্তাহে ইংল্যান্ডের কনজারভেটিভ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা বেড়ে যাওয়ায় লেবার পার্টির মেয়র সাদিক খানের সমালোচনা করেছিলেন।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে লন্ডনে ছুরিকাঘাতের অপরাধ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছুরিকাঘাতের ১৪ হাজার ৫৭৭টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসে সামগ্রিকভাবে ছুরিকাঘাতের ঘটনা বেড়েছে ৭ শতাংশ।
২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
৪৪ মিনিট আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
১ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
৩ ঘণ্টা আগে