রাশিয়ার পরমাণু ও রাসায়নিক অস্ত্র সুরক্ষা বিভাগের প্রধান জেনারেল ইগর কিরিলভ আজ মঙ্গলবার মস্কোয় একটি বিস্ফোরণে নিহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুটারে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৫৪ বছর বয়সী কিরিলোভ এবং তাঁর একজন সহযোগীর মৃত্যু হয়।
রুশ তদন্ত কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ১২ মিনিটে একটি আবাসিক ভবনের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে। স্কুটারে লুকানো বোমা বিস্ফোরিত হলে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে যায়। রিয়া নভোস্তি নামে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল।
বিবিসির তথ্যমতে, রুশ তদন্তকারীরা শুরু থেকেই ধারণা করছিল বোমাটি ওই বৈদ্যুতিক স্কুটারে লুকানো ছিল। একটি রুশ সংবাদপত্র জানিয়েছে, শেষ পর্যন্ত তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন ওই স্কুটারের হ্যান্ডলবারেই আটকে রাখা হয়েছিল বোমাটি। পরে একটি রেডিও সংকেত বা মোবাইল ফোনের কলের মাধ্যমে এটির বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ) এই ঘটনার দায় স্বীকার করেছে। এসবিইউ-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটি ছিল একটি গোয়েন্দা অভিযান।
এসবিইউ দাবি করেছে, ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সরাসরি দায়ী জেনারেল কিরিলাভ। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, যুদ্ধের শুরু থেকে রাশিয়া ৪ হাজার ৮০০ বারের বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও কিরিলাভের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে তাঁকে কালো তালিকাভুক্ত করেছে। কিরিলাভকে অভিযুক্ত করে বলা হয়েছে, তিনি রুশ সেনাদের রাসায়নিক এবং পরমাণু যুদ্ধ থেকে রক্ষা করার পাশাপাশি ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অপপ্রচারেও সক্রিয় ছিলেন।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করে ‘অবশ্যম্ভাবী প্রতিশোধের’ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে এই হত্যার জন্য চড়া মূল্য দিতে হবে।’
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদন থেকে জানা যায়, কোস্ট্রোমা হাইয়ার মিলিটারি কমান্ড স্কুল অব কেমিক্যাল ডিফেন্সে পড়াশোনা করেন কিরিলভ। রুশ সেনাবাহিনীতে রেডিয়েশন, রাসায়নিক এবং জৈব (বায়োলজিক্যাল) প্রতিরক্ষা বাহিনীর প্রধানের অধীন পরিচালক হিসেবে কাজ করেন। এরপর ২০১৭ সালের এপ্রিলে এই বাহিনীর প্রধান হিসেবে মনোনীত হন কিরিলভ।
রাশিয়ার সামরিক ও রাজনৈতিক শীর্ষ মহলে এ হত্যাকাণ্ড নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাশিয়ার পরমাণু ও রাসায়নিক অস্ত্র সুরক্ষা বিভাগের প্রধান জেনারেল ইগর কিরিলভ আজ মঙ্গলবার মস্কোয় একটি বিস্ফোরণে নিহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুটারে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৫৪ বছর বয়সী কিরিলোভ এবং তাঁর একজন সহযোগীর মৃত্যু হয়।
রুশ তদন্ত কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ১২ মিনিটে একটি আবাসিক ভবনের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে। স্কুটারে লুকানো বোমা বিস্ফোরিত হলে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে যায়। রিয়া নভোস্তি নামে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল।
বিবিসির তথ্যমতে, রুশ তদন্তকারীরা শুরু থেকেই ধারণা করছিল বোমাটি ওই বৈদ্যুতিক স্কুটারে লুকানো ছিল। একটি রুশ সংবাদপত্র জানিয়েছে, শেষ পর্যন্ত তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন ওই স্কুটারের হ্যান্ডলবারেই আটকে রাখা হয়েছিল বোমাটি। পরে একটি রেডিও সংকেত বা মোবাইল ফোনের কলের মাধ্যমে এটির বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ) এই ঘটনার দায় স্বীকার করেছে। এসবিইউ-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটি ছিল একটি গোয়েন্দা অভিযান।
এসবিইউ দাবি করেছে, ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সরাসরি দায়ী জেনারেল কিরিলাভ। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, যুদ্ধের শুরু থেকে রাশিয়া ৪ হাজার ৮০০ বারের বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও কিরিলাভের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে তাঁকে কালো তালিকাভুক্ত করেছে। কিরিলাভকে অভিযুক্ত করে বলা হয়েছে, তিনি রুশ সেনাদের রাসায়নিক এবং পরমাণু যুদ্ধ থেকে রক্ষা করার পাশাপাশি ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অপপ্রচারেও সক্রিয় ছিলেন।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করে ‘অবশ্যম্ভাবী প্রতিশোধের’ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে এই হত্যার জন্য চড়া মূল্য দিতে হবে।’
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদন থেকে জানা যায়, কোস্ট্রোমা হাইয়ার মিলিটারি কমান্ড স্কুল অব কেমিক্যাল ডিফেন্সে পড়াশোনা করেন কিরিলভ। রুশ সেনাবাহিনীতে রেডিয়েশন, রাসায়নিক এবং জৈব (বায়োলজিক্যাল) প্রতিরক্ষা বাহিনীর প্রধানের অধীন পরিচালক হিসেবে কাজ করেন। এরপর ২০১৭ সালের এপ্রিলে এই বাহিনীর প্রধান হিসেবে মনোনীত হন কিরিলভ।
রাশিয়ার সামরিক ও রাজনৈতিক শীর্ষ মহলে এ হত্যাকাণ্ড নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৮ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৯ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
১০ ঘণ্টা আগে