Ajker Patrika

সামরিক বাজেট বাড়াবে না জার্মানি, ন্যাটোর প্রস্তাব প্রত্যাখ্যান

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০: ৩৬
সামরিক বাজেট বাড়াবে না জার্মানি, ন্যাটোর প্রস্তাব প্রত্যাখ্যান

আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পরামর্শ অনুসারে সামরিক বাজেট বাড়ানোর কথা ভাবছিল জার্মানি। এ লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবকে চূড়ান্ত করার কথা ভাবছিল দেশটি। কিন্তু শেষ মুহূর্তে এসে ন্যাটোর পরামর্শকে আমলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ন্যাটোর পরামর্শ অনুসারে দেশের সামরিক বাজেট প্রতিবছর জিডিপির ২ শতাংশ করার কথা ভাবছিল বার্লিন। এ লক্ষ্যে বিষয়টিকে আইনগত বৈধতা দিতে আইন পাশের কথাও ভাবছিলেন জার্মানির আইনপ্রণেতারা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সেই অবস্থান থেকে পিছিয়ে গেছে দেশটি।

জার্মানির এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার এ বিষয়ে একটি খসড়া আইন প্রস্তুত করেছিলেন। কিন্তু খসড়াটি পার্লামেন্টে পেশ করার ঠিক আগে মন্ত্রিসভা সেই খসড়া আইন থেকে সামরিক বাজেট বাড়ানোর ধারাটি বাতিল করে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রতিবছর ২ শতাংশ ব্যয় করার বদলে প্রতি পাঁচ বছরে গড়ে সামরিক খাতে জিডিপির ২ শতাংশ ব্যয় করা হবে, যা সম্প্রতি প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে নির্ধারণ করা হয়েছে।

মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ও তাঁর মন্ত্রণালয় প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে ব্যয়ের বিষয়টিকে আইনে পরিণতের বিরোধিতা করেন। তবে জার্মান সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র ‘যাইতেনভেন্দে’ ঘোষণা করেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। সে সময় তিনি বলেছিলেন, এখন থেকে বছরের পর বছর ধরে জার্মানি প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে প্রতিরক্ষা খাতে ব্যয় করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত