আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে রুশ বাহিনী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বর্তমানে অঞ্চলটিতে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। গত এক মাসে লন্ডনের আয়তনের অর্ধেক পরিমাণ এলাকা দখলে সমর্থ হয়েছে রুশ সেনারা।
বিশ্লেষক ও যুদ্ধবিষয়ক ব্লগারদের দেওয়া বিভিন্ন তথ্যের আলোকে রয়টার্স জানিয়েছে, যুদ্ধের প্রথম দিকে রাশিয়া ইউক্রেনের বিশাল এলাকা দখল করলেও পরে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে তারা পিছু হটে। তারপর প্রায় ১ হাজার কিলোমিটার দীর্ঘ এই ফ্রন্টলাইন দুই বছর ধরে স্থবির ছিল। তবে গত জুলাই নতুন করে শুরু হওয়া ছোট আকারের অব্যাহত অগ্রগতিগুলো স্থিতাবস্থায় পরিবর্তন এনেছে।
যুদ্ধ এমন এক পর্যায়ে যাচ্ছে, যেটিকে রাশিয়া ও পশ্চিমা কর্মকর্তারা সবচেয়ে বিপজ্জনক পর্ব হিসেবে উল্লেখ করছেন। রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনে ব্যবহার করছে, আর কিয়েভ পশ্চিমা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে রাশিয়ায় পাল্টা আক্রমণ চালাচ্ছে।
মস্কো ও উত্তর কোরিয়া—কোনো পক্ষই সেনা উপস্থিতির বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি। গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার ইউক্রেন জানিয়েছে, রাশিয়া তাদের ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে।
রুশ সংবাদ সংস্থা এগেন্তস্তভের প্রতিবেদনে বলা হয়, ‘রাশিয়া ইউক্রেনীয় ভূখণ্ড দখলে নেওয়ার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে।’ এতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে রুশ সেনারা ইউক্রেনের প্রায় ২৩৫ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে, যা ২০২৪ সালে এক সপ্তাহে সবচেয়ে বেশি ভূখণ্ড দখলের রেকর্ড। ডিপ স্টেট নামক একটি সংস্থা যুদ্ধক্ষেত্রের ফুটেজ এবং ফ্রন্টলাইনের মানচিত্রের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, গত নভেম্বর থেকে এখন পর্যন্ত রাশিয়ার বাহিনী ৬০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী খারকিভ অঞ্চলে কুপানস্কের উত্তরে কৌশলগত অঞ্চল কোপানকি গ্রাম দখল করেছে। এটি দোনেৎস্ক অঞ্চলের মূল রণক্ষেত্রের উত্তরে অবস্থিত এবং বর্তমানে এটি রুশ সামরিক কর্মকাণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে খারকিভ অঞ্চলের কুপানস্কে রুশ বাহিনীর অগ্রগতি প্রতিহত করতে সমর্থ হয়েছে ইউক্রেনীয় সেনারা।
ফিনল্যান্ডের একটি সমর বিশ্লেষণ প্রতিষ্ঠান ব্ল্যাকবার্ড গ্রুপ। প্রতিষ্ঠানটির সামরিক বিশ্লেষক পাসি প্যারোনিয়েন বলেন, চলতি মাসে রুশ বাহিনী আনুমানিক ৬৬৭ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।
বর্তমানে রাশিয়া ইউক্রেনের ১৮ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। যার মধ্যে পুরো ক্রিমিয়া এবং দনবাসের ৮০ শতাংশের বেশি এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে রুশ বাহিনী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বর্তমানে অঞ্চলটিতে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। গত এক মাসে লন্ডনের আয়তনের অর্ধেক পরিমাণ এলাকা দখলে সমর্থ হয়েছে রুশ সেনারা।
বিশ্লেষক ও যুদ্ধবিষয়ক ব্লগারদের দেওয়া বিভিন্ন তথ্যের আলোকে রয়টার্স জানিয়েছে, যুদ্ধের প্রথম দিকে রাশিয়া ইউক্রেনের বিশাল এলাকা দখল করলেও পরে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে তারা পিছু হটে। তারপর প্রায় ১ হাজার কিলোমিটার দীর্ঘ এই ফ্রন্টলাইন দুই বছর ধরে স্থবির ছিল। তবে গত জুলাই নতুন করে শুরু হওয়া ছোট আকারের অব্যাহত অগ্রগতিগুলো স্থিতাবস্থায় পরিবর্তন এনেছে।
যুদ্ধ এমন এক পর্যায়ে যাচ্ছে, যেটিকে রাশিয়া ও পশ্চিমা কর্মকর্তারা সবচেয়ে বিপজ্জনক পর্ব হিসেবে উল্লেখ করছেন। রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনে ব্যবহার করছে, আর কিয়েভ পশ্চিমা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে রাশিয়ায় পাল্টা আক্রমণ চালাচ্ছে।
মস্কো ও উত্তর কোরিয়া—কোনো পক্ষই সেনা উপস্থিতির বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি। গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার ইউক্রেন জানিয়েছে, রাশিয়া তাদের ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে।
রুশ সংবাদ সংস্থা এগেন্তস্তভের প্রতিবেদনে বলা হয়, ‘রাশিয়া ইউক্রেনীয় ভূখণ্ড দখলে নেওয়ার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে।’ এতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে রুশ সেনারা ইউক্রেনের প্রায় ২৩৫ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে, যা ২০২৪ সালে এক সপ্তাহে সবচেয়ে বেশি ভূখণ্ড দখলের রেকর্ড। ডিপ স্টেট নামক একটি সংস্থা যুদ্ধক্ষেত্রের ফুটেজ এবং ফ্রন্টলাইনের মানচিত্রের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, গত নভেম্বর থেকে এখন পর্যন্ত রাশিয়ার বাহিনী ৬০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী খারকিভ অঞ্চলে কুপানস্কের উত্তরে কৌশলগত অঞ্চল কোপানকি গ্রাম দখল করেছে। এটি দোনেৎস্ক অঞ্চলের মূল রণক্ষেত্রের উত্তরে অবস্থিত এবং বর্তমানে এটি রুশ সামরিক কর্মকাণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে খারকিভ অঞ্চলের কুপানস্কে রুশ বাহিনীর অগ্রগতি প্রতিহত করতে সমর্থ হয়েছে ইউক্রেনীয় সেনারা।
ফিনল্যান্ডের একটি সমর বিশ্লেষণ প্রতিষ্ঠান ব্ল্যাকবার্ড গ্রুপ। প্রতিষ্ঠানটির সামরিক বিশ্লেষক পাসি প্যারোনিয়েন বলেন, চলতি মাসে রুশ বাহিনী আনুমানিক ৬৬৭ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।
বর্তমানে রাশিয়া ইউক্রেনের ১৮ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। যার মধ্যে পুরো ক্রিমিয়া এবং দনবাসের ৮০ শতাংশের বেশি এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।
রাজধানী মিনস্কে বেলারুশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল আলোচনার সময় এক দীর্ঘ মধ্যাহ্নভোজে ভদকা পান করার ঘটনা বিরোধী নেতাদের মুক্তিতে সহায়তা করেছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা জন কোল।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ।
৫ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কোমল পানীয় নির্মাতা কোকা-কোলা নিশ্চিত করেছে, আসন্ন শরতে মার্কিন যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে তৈরি একটি নতুন সংস্করণ বাজারে আনছে কোম্পানিটি। তবে কোকা-কোলার মূল রেসিপিতে কোনো পরিবর্তন আসছে না।
৬ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক
৭ ঘণ্টা আগে