অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে পুতিন বলেন, মস্কো সময় আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত তাঁর সামরিক বাহিনী ইউক্রেনে ‘সমস্ত সামরিক অভিযান’ বন্ধ রাখবে।
এর আগে পুতিন তাঁর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, মানবিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার সন্ধ্যা ৬টা (মস্কো সময় ১৮:০০) থেকে সোমবার রাত ১২টা (মস্কো সময় ০০:০০) পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে।
পুতিন আরও বলেন, ‘এই সময়ের জন্য আমি সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’
পুতিন জোর দিয়ে বলেন, তাঁর বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ তাঁর বাহিনীর কেউ এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। তবে ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, প্রতিবছর এপ্রিল মাসে খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকগুলো পবিত্র দিন থাকে। এর মধ্যে পাম সানডে, গুড ফ্রাইডে, হোলি স্যাটারডে ও ইস্টার সানডে উল্লেখযোগ্য। এই সমস্ত উৎসব প্রভু যিশুর সঙ্গে সম্পর্কিত। এ বছর ইস্টার সানডে ২০ এপ্রিল, অর্থাৎ আগামীকাল রোববার। এর আগে ১৮ এপ্রিল, শুক্রবার ছিল গুড ফ্রাইডে এবং আজ ১৯ এপ্রিল, শনিবার হোলি স্যাটারডে।
ইস্টার সানডে প্রভু যিশুর পুনরুত্থানের আনন্দে পালিত হয়। বিশ্বের যেসব দেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বাস করে, সেখানে এই উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়। ২০ এপ্রিল পবিত্র দিন বিবেচনা করেই সোমবার রাত ১২টা পর্যন্ত ‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন পুতিন।
গত ২২ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর পেরিয়ে চার বছরে পদার্পণ করেছে। এই যুদ্ধ কবে শেষ হবে বা এতে কোন পক্ষ জয়ী হবে, তা এখনো অনিশ্চিত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সম্মত হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া বা ইউক্রেন যুদ্ধ শেষ করা খুব বেশি কঠিন করে তুললে তাঁর দেশ এই প্রচেষ্টা থেকে সরে ‘দাঁড়াবে বা বিরতি’ নেবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে পুতিন বলেন, মস্কো সময় আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত তাঁর সামরিক বাহিনী ইউক্রেনে ‘সমস্ত সামরিক অভিযান’ বন্ধ রাখবে।
এর আগে পুতিন তাঁর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, মানবিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার সন্ধ্যা ৬টা (মস্কো সময় ১৮:০০) থেকে সোমবার রাত ১২টা (মস্কো সময় ০০:০০) পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে।
পুতিন আরও বলেন, ‘এই সময়ের জন্য আমি সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’
পুতিন জোর দিয়ে বলেন, তাঁর বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ তাঁর বাহিনীর কেউ এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। তবে ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, প্রতিবছর এপ্রিল মাসে খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকগুলো পবিত্র দিন থাকে। এর মধ্যে পাম সানডে, গুড ফ্রাইডে, হোলি স্যাটারডে ও ইস্টার সানডে উল্লেখযোগ্য। এই সমস্ত উৎসব প্রভু যিশুর সঙ্গে সম্পর্কিত। এ বছর ইস্টার সানডে ২০ এপ্রিল, অর্থাৎ আগামীকাল রোববার। এর আগে ১৮ এপ্রিল, শুক্রবার ছিল গুড ফ্রাইডে এবং আজ ১৯ এপ্রিল, শনিবার হোলি স্যাটারডে।
ইস্টার সানডে প্রভু যিশুর পুনরুত্থানের আনন্দে পালিত হয়। বিশ্বের যেসব দেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বাস করে, সেখানে এই উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়। ২০ এপ্রিল পবিত্র দিন বিবেচনা করেই সোমবার রাত ১২টা পর্যন্ত ‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন পুতিন।
গত ২২ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর পেরিয়ে চার বছরে পদার্পণ করেছে। এই যুদ্ধ কবে শেষ হবে বা এতে কোন পক্ষ জয়ী হবে, তা এখনো অনিশ্চিত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সম্মত হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া বা ইউক্রেন যুদ্ধ শেষ করা খুব বেশি কঠিন করে তুললে তাঁর দেশ এই প্রচেষ্টা থেকে সরে ‘দাঁড়াবে বা বিরতি’ নেবে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
১৪ ঘণ্টা আগে