তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। ঘটনাটি এই ইঙ্গিত দেয় যে, তুরস্কের অর্থনৈতিক ভবিষ্যৎ বেশ নড়বড়ে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত আট মাসের মধ্যে গতকাল সোমবার ছিল তুরস্কের মুদ্রাবাজারের সবচেয়ে খারাপ দিন। এদিন মার্কিন ডলারের বিপরীতে লিরার দরপতন হয়েছে সবচেয়ে বেশি। লিরার মূল্য নেমে গিয়েছিল ২০ দশমিক শূন্য ১-এ। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে লিরার অস্বাভাবিক দরপতন হয়েছে।
নির্বাচনের আগে প্রেসিডেন্ট এরদোয়ান মুদ্রাস্ফীতিকে একক অঙ্কে নামানোর এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত রোববার তিনি আবারও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তবে কিছু বিশ্লেষক বলেছেন, তাঁর (এরদোয়ানের) অর্থনৈতিক নীতিগুলো সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এরদোয়ান সরকার ২০২১ সালের শেষের দিকে সুদের হার কমিয়েছিল। তখন থেকেই লিরার ব্যাপক দরপতন শুরু হয়। গত বছর তুরস্কে মূল্যস্ফীতি পৌঁছেছিল ৮৫ দশমিক ৫ শতাংশে, যা ছিল গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
তুরস্কের সংকটাপন্ন অর্থনীতি এবং গত ফেব্রুয়ারির ব্যাপক বিধ্বংসী ভূমিকম্পের পর সরকারি অব্যবস্থাপনা এরদোয়ানের জয়ের পথে কাঁটা হবে বলে ধারণা করা হয়েছিল। তবে সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে গত রোববার দ্বিতীয় দফার ভোটে এরদোয়ান আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে তুরস্কের ক্ষমতায় বসলেন তিনি।
আরও খবর পড়ুন:
তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। ঘটনাটি এই ইঙ্গিত দেয় যে, তুরস্কের অর্থনৈতিক ভবিষ্যৎ বেশ নড়বড়ে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত আট মাসের মধ্যে গতকাল সোমবার ছিল তুরস্কের মুদ্রাবাজারের সবচেয়ে খারাপ দিন। এদিন মার্কিন ডলারের বিপরীতে লিরার দরপতন হয়েছে সবচেয়ে বেশি। লিরার মূল্য নেমে গিয়েছিল ২০ দশমিক শূন্য ১-এ। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে লিরার অস্বাভাবিক দরপতন হয়েছে।
নির্বাচনের আগে প্রেসিডেন্ট এরদোয়ান মুদ্রাস্ফীতিকে একক অঙ্কে নামানোর এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত রোববার তিনি আবারও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তবে কিছু বিশ্লেষক বলেছেন, তাঁর (এরদোয়ানের) অর্থনৈতিক নীতিগুলো সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এরদোয়ান সরকার ২০২১ সালের শেষের দিকে সুদের হার কমিয়েছিল। তখন থেকেই লিরার ব্যাপক দরপতন শুরু হয়। গত বছর তুরস্কে মূল্যস্ফীতি পৌঁছেছিল ৮৫ দশমিক ৫ শতাংশে, যা ছিল গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
তুরস্কের সংকটাপন্ন অর্থনীতি এবং গত ফেব্রুয়ারির ব্যাপক বিধ্বংসী ভূমিকম্পের পর সরকারি অব্যবস্থাপনা এরদোয়ানের জয়ের পথে কাঁটা হবে বলে ধারণা করা হয়েছিল। তবে সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে গত রোববার দ্বিতীয় দফার ভোটে এরদোয়ান আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে তুরস্কের ক্ষমতায় বসলেন তিনি।
আরও খবর পড়ুন:
অস্ট্রেলিয়ায় বড়দিন উদ্যাপিত হয় বছরে দুই বার। একবার ডিসেম্বরের প্রচলিত দিনে, আরেকবার দেশটির শীতের মাস জুলাইয়ে। ‘ক্রিসমাস ইন জুলাই’ এখন শুধু একটি ট্রেন্ড নয়, এটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে।
৪০ মিনিট আগেপর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় জানিয়েছে, তাঁর সরকার আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্
১ ঘণ্টা আগেব্যস্ত রাস্তায় হুডের নিচে থেকে হঠাৎ আফ্রো চুল বের করে নাচা-নাচি করেন জার্মান টিকটকার নোয়েল রবিনসন। নোয়েলের আফ্রো চুলের স্টাইল দেখানোর এই বিশেষ কৌশল, এবং ফ্রি স্টাইল ও হিপ-হপ কোরিওগ্রাফি তাঁকে বিশ্বজুড়ে এনে দিয়েছে জনপ্রিয়তা। তবে এবার এমন কর্মকাণ্ডের জন্য পুলিশের হাতে আটক হতে হয়েছে নোয়েলকে।
২ ঘণ্টা আগেজাপান ও দক্ষিণ কোরিয়া ভয়াবহ গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ায় জুলাই মাসে টানা ২২ দিন ‘ট্রপিক্যাল নাইট’ বা গরমের রাত পাড়ি দিয়েছে মানুষ, যা দেশটির ইতিহাসে রেকর্ড। অন্যদিকে, জাপানে বৃহস্পতিবার ইতিহাসের সবচেয়ে গরম দিন রেকর্ড করা হয়েছে।
২ ঘণ্টা আগে