Ajker Patrika

সীমান্তে দেয়াল তুলবে ফিনল্যান্ড

আপডেট : ১০ জুন ২০২২, ১৪: ৪১
সীমান্তে দেয়াল তুলবে ফিনল্যান্ড

রাশিয়ার সঙ্গে পূর্ব সীমান্তে দেয়াল নির্মাণের উদ্দেশ্যে সীমান্ত আইন সংশোধন করার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটি বলেছে, ইউক্রেনে রুশ বাহিনীর হামলার কারণে তারা একধরনের হুমকির মধ্যে রয়েছে। এই হুমকি মোকাবিলায় তারা সীমান্তে দেয়াল তুলতে চায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছে ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধের ইতিহাস রয়েছে। বর্তমানে দেশ দুটির মধ্যে জঙ্গলঘেরা সীমান্তটি প্লাস্টিক লাইন দিয়ে ঘেরা রয়েছে। এ দুই দেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ১ হাজার ৩০০ কিলোমিটার। বেশির ভাগ স্থানেই তা কেবল চিহ্ন দিয়ে রাখা আছে। 

ফিনল্যান্ড সরকার সম্প্রতি সীমান্তে নিরাপত্তা বাড়াতে জোর তৎপরতা শুরু করেছে, কারণ দেশটি মনে করছে, রাশিয়া তার সীমান্তে আশ্রয়প্রার্থী পাঠিয়ে ফিনল্যান্ডের ওপর চাপ তৈরি করতে পারে। এর আগে ইউরোপীয় ইউনিয়নও বেলারুশের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিল, যখন মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও আফ্রিকার হাজার হাজার অভিবাসী পোল্যান্ডের সীমান্তে আটকে পড়েছিল। 

সীমান্ত আইনের সংশোধনীতে ফিনল্যান্ড সরকার শুধু নির্দিষ্ট স্থান দিয়ে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী আশ্রয়প্রার্থীরা ইইউভুক্ত দেশের দেওয়া যেকোনো প্রবেশপথ দিয়ে প্রবেশ করতে পারে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টা মিক্কোনেন বলেছেন, সীমান্তে দেয়াল তোলা, নতুন সড়ক নির্মাণ এবং টহল বাড়ানোরও পরিকল্পনা করছে ফিনল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত