জর্ডানের আম্মান থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে যাত্রী ছিলেন যুক্তরাজ্যের চিকিৎসক হাসান খান। কিন্তু মাঝ আকাশেও রোগীর সেবায় তাঁকে গলদঘর্ম হতে হয়েছে। গত শনিবার সকালের সেই ফ্লাইটে মাঝ আকাশে এক মায়ের প্রসবব্যথা শুরু হলে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিতে সহায়তা করেন হাসান।
আজ সোমবার এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান থেকে লন্ডনগামী ফ্লাইটটি আকাশে ওড়ার দুই ঘণ্টার মধ্যে বিমানের ক্রুরা চিকিৎসক হাসানের কাছে ছুটে যান। তাঁরা প্রসবব্যথায় কাতর এক মায়ের কথা জানান তাঁকে।
অ্যাসেক্সের ব্যাসিলডন হাসপাতালের কর্মরত চিকিৎসক হাসান জানান, তিনি প্রসবব্যথায় কাতর ওই নারীকে বিমানের ককপিটের বাইরে মেঝেতে শুয়ে থাকা অবস্থায় দেখেন। ততক্ষণে সন্তানসম্ভবা ওই মায়ের জল ভেঙে গিয়েছিল। প্রাথমিক অবস্থায় সন্তানসম্ভবা মা ঘাবড়ে গেলেও হাসান তাঁকে অনুবাদকের সাহায্যে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে সন্তান জন্ম দেওয়ায় তাঁর কিছুটা অভিজ্ঞতা রয়েছে। পরে তাঁর আশ্বাস পেয়ে ওই নারীর আতঙ্ক কেটে যায় এবং বেশ সুস্থ-সবল এক মেয়ের জন্ম দেন।
ফ্লাইট অ্যাটেনডেন্টরা হাসানকে সে সময় জানান, সদ্য জন্ম নেওয়া ওই মেয়েটি এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক ফ্লাইটে জন্ম নেওয়া ৭৫তম শিশু।
ডাক্তার হাসান জানান, ৩৮ বছর বয়সী ওই মা ও তাঁর শিশুকে যেন দ্রুত হাসপাতালে নেওয়া যায়—সে জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে উইজ এয়ারের ওই বিমানটিকে দক্ষিণ ইতালির ব্রিন্ডিসি বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে ফ্লাইটটি লন্ডনে পৌঁছাতে চার ঘণ্টা দেরি হয়ে যায়। দেরি হয় হাসানের কর্মস্থলে পৌঁছাতেও। পরে তিনি দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করলে কর্তৃপক্ষ বিষয়টিকে ইতিবাচকভাবে নেয় এবং শিশুটির অবস্থা সম্পর্কে জানতে চায়।
বিষয়টিকে অলৌকিক আখ্যা দিয়ে হাসান আরও জানান, জর্ডানের ওই নারী ইংরেজি বলতে পারেন না। ফলে সন্তান জন্মের সময় তাঁকে একজন অনুবাদকের সহযোগিতা নিতে হয়। এ সময় শিশুটিকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় রাখতে তিনি ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছে নবজাতকের আকারের অক্সিজেন মাস্ক, নাভির জন্য একটি ক্ল্যাম্প এবং একটি স্টেথোস্কোপ চেয়েছিলেন। কিন্তু এসবের কোনো কিছুই বিমানে ছিল না। বলা যায়, জন্মের পরের মুহূর্তে সামান্য একটি তোয়ালে ছাড়া শিশুটির ভাগ্যে আর কিছুই জোটেনি।
ইতালির যে হাসপাতালে মা ও শিশুটিকে নিয়ে যাওয়া হয়, সেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুজনই এখন ভালো আছে।
জর্ডানের আম্মান থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে যাত্রী ছিলেন যুক্তরাজ্যের চিকিৎসক হাসান খান। কিন্তু মাঝ আকাশেও রোগীর সেবায় তাঁকে গলদঘর্ম হতে হয়েছে। গত শনিবার সকালের সেই ফ্লাইটে মাঝ আকাশে এক মায়ের প্রসবব্যথা শুরু হলে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিতে সহায়তা করেন হাসান।
আজ সোমবার এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান থেকে লন্ডনগামী ফ্লাইটটি আকাশে ওড়ার দুই ঘণ্টার মধ্যে বিমানের ক্রুরা চিকিৎসক হাসানের কাছে ছুটে যান। তাঁরা প্রসবব্যথায় কাতর এক মায়ের কথা জানান তাঁকে।
অ্যাসেক্সের ব্যাসিলডন হাসপাতালের কর্মরত চিকিৎসক হাসান জানান, তিনি প্রসবব্যথায় কাতর ওই নারীকে বিমানের ককপিটের বাইরে মেঝেতে শুয়ে থাকা অবস্থায় দেখেন। ততক্ষণে সন্তানসম্ভবা ওই মায়ের জল ভেঙে গিয়েছিল। প্রাথমিক অবস্থায় সন্তানসম্ভবা মা ঘাবড়ে গেলেও হাসান তাঁকে অনুবাদকের সাহায্যে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে সন্তান জন্ম দেওয়ায় তাঁর কিছুটা অভিজ্ঞতা রয়েছে। পরে তাঁর আশ্বাস পেয়ে ওই নারীর আতঙ্ক কেটে যায় এবং বেশ সুস্থ-সবল এক মেয়ের জন্ম দেন।
ফ্লাইট অ্যাটেনডেন্টরা হাসানকে সে সময় জানান, সদ্য জন্ম নেওয়া ওই মেয়েটি এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক ফ্লাইটে জন্ম নেওয়া ৭৫তম শিশু।
ডাক্তার হাসান জানান, ৩৮ বছর বয়সী ওই মা ও তাঁর শিশুকে যেন দ্রুত হাসপাতালে নেওয়া যায়—সে জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে উইজ এয়ারের ওই বিমানটিকে দক্ষিণ ইতালির ব্রিন্ডিসি বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে ফ্লাইটটি লন্ডনে পৌঁছাতে চার ঘণ্টা দেরি হয়ে যায়। দেরি হয় হাসানের কর্মস্থলে পৌঁছাতেও। পরে তিনি দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করলে কর্তৃপক্ষ বিষয়টিকে ইতিবাচকভাবে নেয় এবং শিশুটির অবস্থা সম্পর্কে জানতে চায়।
বিষয়টিকে অলৌকিক আখ্যা দিয়ে হাসান আরও জানান, জর্ডানের ওই নারী ইংরেজি বলতে পারেন না। ফলে সন্তান জন্মের সময় তাঁকে একজন অনুবাদকের সহযোগিতা নিতে হয়। এ সময় শিশুটিকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় রাখতে তিনি ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছে নবজাতকের আকারের অক্সিজেন মাস্ক, নাভির জন্য একটি ক্ল্যাম্প এবং একটি স্টেথোস্কোপ চেয়েছিলেন। কিন্তু এসবের কোনো কিছুই বিমানে ছিল না। বলা যায়, জন্মের পরের মুহূর্তে সামান্য একটি তোয়ালে ছাড়া শিশুটির ভাগ্যে আর কিছুই জোটেনি।
ইতালির যে হাসপাতালে মা ও শিশুটিকে নিয়ে যাওয়া হয়, সেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুজনই এখন ভালো আছে।
রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউটার্স’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ জ্বালানি কেনার...
২৪ মিনিট আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের ভিসা বন্ধের কারণে কলকাতার ‘মিনি বাংলাদেশ’ খ্যাত এলাকার অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে ১ হাজার কোটি রুপির বেশি। একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট এই কেন্দ্রটি এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে।
৩২ মিনিট আগেনানা অজুহাতে নিজে দেশের নাগরিকদেরই বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গ, আসামসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্কে আছেন বহু মানুষ। এই ভয়ে কলকাতায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগেকাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘হামাস যোদ্ধা এবং গাজার বেসামরিক নাগরিকেরা যা খায়, জিম্মিরাও তা-ই খায়।’ রেড ক্রসের আহ্বানকে স্বাগত জানালেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘গাজার সব মানুষ যেমন আছে, জিম্মিরা তেমনই থাকবে। কোনো বিশেষ সুবিধা তাদের দেওয়া হবে না।’
১ ঘণ্টা আগে