Ajker Patrika

যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়ার তৈরি ‘বিশ্বের দীর্ঘতম সাবমেরিন’

যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়ার তৈরি ‘বিশ্বের দীর্ঘতম সাবমেরিন’

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই পরমাণু অস্ত্রবাহী নতুন একটি সাবমেরিন তৈরি করেছে রাশিয়া। একে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন বলে দাবি করেছে দেশটি। কে-৩২৯ বেলগরদ নামে এই সাবমেরিনটির দৈর্ঘ্য ১৮৪ মিটার, প্রস্থে ১৫ মিটার। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠান সেভমাশ জানিয়েছে, সমুদ্রে বৈজ্ঞানিক অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য বেলগরদকে বানানো হয়েছে। সেভমাশ সাবমেরিনটিকে রাশিয়ার নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। 

নৌ–প্রতিরক্ষা বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম নেভাল নিউজ জানিয়েছে, পসেইডন নামের সামুদ্রিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম করেই বানানো হয়েছে বেলগরদ সাবমেরিনটিকে। এটি যেকোনো জনবহুল উপকূলীয় শহরে পারমাণবিক আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্র বহন করা ছাড়াও সমুদ্রে গুপ্তচরবৃত্তির কাজেও ব্যবহার করা যাবে বেলগরদকে। 

রাশিয়ার সামরিক বিশ্লেষক অ্যালেক্সেই লিওনকভ বলেছেন, ‘বড় ধরনের পরমাণু যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবেই বেলগরদকে তৈরি করা হয়েছে।’ 

এদিকে, পারমাণবিক হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ থাকার উপায় জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ। এতে পারমাণবিক হামলা হলে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। তবে, পারমাণবিক হামলার ভয়াবহতার মাত্রা বিবেচনায় এমন পরামর্শ কোনো কাজের নয় বলে মন্তব্য করেছেন পরমাণু বিশেষজ্ঞ জেফরি লুইস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত