Ajker Patrika

ইউক্রেনে যুদ্ধের মাঝেও বাড়ল জিডিপি

ইউক্রেনে যুদ্ধের মাঝেও বাড়ল জিডিপি

ইউক্রেন যুদ্ধের এক বছর পেরিয়ে গেলেও অর্থনীতিতে অনিশ্চয়তা কাটেনি। পুরো বিশ্ব অর্থনীতিতেই দেখা দিয়েছে নানা সংকট। এর মধ্যেও খোদ ইউক্রেনেই জিডিপি বেড়েছে। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন তার অর্থনীতি পুনরুদ্ধারে ঝলক দেখিয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসেই দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

এক বিবৃতিতে দেশটির ডেপুটি অর্থমন্ত্রী নাদিয়া বিগুন বলেন, ২০২২ সালে রাশিয়া রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করেছিল তখন আমাদের অর্থনীতিতে ধস নামে। এরপর অনেক কষ্টে ইউক্রেন ধীরে ধীরে তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে শুরু করে। চলতি বছরের প্রথম সাত মাসে ইউক্রেনের মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই অর্থনৈতিক ভারসাম্য ইউক্রেন সরকারের প্রত্যাশা আরও বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আগের ২ শতাংশ থেকে ২ দশমিক ৯ শতাংশে উন্নীত করেছে এবং আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৫ হবে বলে আশা করছে।

ইউক্রেনের পশ্চিমা ঋণদাতারা আরও সতর্ক। বিশ্বব্যাংক ২০২৩ সালে জিডিপি বৃদ্ধির হার মাত্র ০ দশমিক ৫ শতাংশ আশা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত