বেলারুশে সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন—ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তাঁর কোনো বৈধতা নেই। রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চাইলে এই বিষয়টি আইনি বাধা তৈরি করবে বলেও জানান তিনি।
রাশিয়ার হামলার তৃতীয় বছরে ইউক্রেন বর্তমানে সামরিক আইনের (মার্শাল ল) অধীনে চলছে। সপ্তাহখানেক আগেই নিজের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মুখোমুখি হননি জেলেনস্কি। জেলেনস্কির এমন সিদ্ধান্তকে যথাযথ বলেই মনে করে তাঁর পশ্চিমা মিত্ররা।
শুক্রবার চারটি রুশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি সমঝোতামূলক যুদ্ধবিরতির মাধ্যমে পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। তবে কিয়েভ এবং পশ্চিম এতে সাড়া না দিলে তারা যুদ্ধই চালিয়ে যাবে।
বেলারুশ সফরে গিয়েও পুতিন এ ধরনের সমঝোতা প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন। তবে সমঝোতার জন্য জেলেনস্কির অবস্থানকে সমস্যাযুক্ত আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কিন্তু কার সঙ্গে আলোচনা করব? এটি একটি নিষ্ক্রিয় প্রশ্ন নয়—আমরা জানি যে বর্তমান প্রেসিডেন্টের বৈধতা শেষ হয়ে গেছে।’
পুতিন আশঙ্কা করেছেন, পরের মাসেই এই যুদ্ধের ওপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি সম্মেলনকে জেলেনস্কির বৈধতাকে সমর্থন করার জন্য পশ্চিমারা ব্যবহার করবে। তবে এই বিষয়টিকে আইনি অর্থ ছাড়া একটি ‘দাপ্তরিক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আল্টিমেটাম নয়, সাধারণ জ্ঞানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’
রাশিয়া বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে দাবি করে যুদ্ধের বর্তমান বাস্তবতায় একটি খসড়া নথির ওপর ভিত্তি করে শান্তি প্রতিষ্ঠা করা উচিত বলে মনে করেন পুতিন।
তিনি বলেন, ‘যদি এটি সেই পর্যায়ে পৌঁছায়, তাহলে আইনিভাবে বাধ্যতামূলক নথিতে স্বাক্ষর করার জন্য আমাদের অবশ্যই বুঝতে হবে যে, কার সঙ্গে বসা উচিত। আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে, আমরা বৈধ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।’
বেলারুশে সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন—ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তাঁর কোনো বৈধতা নেই। রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চাইলে এই বিষয়টি আইনি বাধা তৈরি করবে বলেও জানান তিনি।
রাশিয়ার হামলার তৃতীয় বছরে ইউক্রেন বর্তমানে সামরিক আইনের (মার্শাল ল) অধীনে চলছে। সপ্তাহখানেক আগেই নিজের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মুখোমুখি হননি জেলেনস্কি। জেলেনস্কির এমন সিদ্ধান্তকে যথাযথ বলেই মনে করে তাঁর পশ্চিমা মিত্ররা।
শুক্রবার চারটি রুশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি সমঝোতামূলক যুদ্ধবিরতির মাধ্যমে পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। তবে কিয়েভ এবং পশ্চিম এতে সাড়া না দিলে তারা যুদ্ধই চালিয়ে যাবে।
বেলারুশ সফরে গিয়েও পুতিন এ ধরনের সমঝোতা প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন। তবে সমঝোতার জন্য জেলেনস্কির অবস্থানকে সমস্যাযুক্ত আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কিন্তু কার সঙ্গে আলোচনা করব? এটি একটি নিষ্ক্রিয় প্রশ্ন নয়—আমরা জানি যে বর্তমান প্রেসিডেন্টের বৈধতা শেষ হয়ে গেছে।’
পুতিন আশঙ্কা করেছেন, পরের মাসেই এই যুদ্ধের ওপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি সম্মেলনকে জেলেনস্কির বৈধতাকে সমর্থন করার জন্য পশ্চিমারা ব্যবহার করবে। তবে এই বিষয়টিকে আইনি অর্থ ছাড়া একটি ‘দাপ্তরিক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আল্টিমেটাম নয়, সাধারণ জ্ঞানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’
রাশিয়া বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে দাবি করে যুদ্ধের বর্তমান বাস্তবতায় একটি খসড়া নথির ওপর ভিত্তি করে শান্তি প্রতিষ্ঠা করা উচিত বলে মনে করেন পুতিন।
তিনি বলেন, ‘যদি এটি সেই পর্যায়ে পৌঁছায়, তাহলে আইনিভাবে বাধ্যতামূলক নথিতে স্বাক্ষর করার জন্য আমাদের অবশ্যই বুঝতে হবে যে, কার সঙ্গে বসা উচিত। আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে, আমরা বৈধ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।’
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে