মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ-তথ্যের মাঝে আছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তবে এই মন্তব্যের পর আজ বুধবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে আখ্যা দিয়েছেন। আর লিখেছেন, ‘জেলেনস্কি যদি দ্রুত ব্যবস্থা না নেন, তবে তার দেশ আর থাকবে না।’
জেলেনস্কিকে ‘একনায়ক’ আখ্যা দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আমি ইউক্রেনকে ভালোবাসি। কিন্তু জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছেন।’
ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে সফলভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, জেলেনস্কির জনপ্রিয়তা খুবই কম। তিনি বলেছিলেন, ‘তার (জেলেনস্কি) গ্রহণযোগ্যতা মাত্র ৪ শতাংশ।’
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এই দাবির সঠিক উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে হোয়াইট হাউসের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
যুদ্ধকালীন সময়ে ইউক্রেনে আনুষ্ঠানিক জরিপ পরিচালনা করা কঠিন। তবে ইউক্রেন-ভিত্তিক কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশিওলজি পরিচালিত সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ইউক্রেনের ৫৭ শতাংশ মানুষ এখনো জেলেনস্কির ওপর আস্থা রাখেন। ২০২৩ সালের শেষে এই হার ছিল ৭৭ শতাংশ, আর ২০২২ সালের মে মাসে এটি ছিল ৯০ শতাংশ। এর মাধ্যমে দেখা যাচ্ছে, ইউক্রেনে জেলেনস্কির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
অন্যান্য কিছু জরিপে দেখা গেছে—সম্ভাব্য নির্বাচনী জরিপে জেলেনস্কির তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির চেয়ে পিছিয়ে আছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ-তথ্যের মাঝে আছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তবে এই মন্তব্যের পর আজ বুধবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে আখ্যা দিয়েছেন। আর লিখেছেন, ‘জেলেনস্কি যদি দ্রুত ব্যবস্থা না নেন, তবে তার দেশ আর থাকবে না।’
জেলেনস্কিকে ‘একনায়ক’ আখ্যা দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আমি ইউক্রেনকে ভালোবাসি। কিন্তু জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছেন।’
ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে সফলভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, জেলেনস্কির জনপ্রিয়তা খুবই কম। তিনি বলেছিলেন, ‘তার (জেলেনস্কি) গ্রহণযোগ্যতা মাত্র ৪ শতাংশ।’
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এই দাবির সঠিক উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে হোয়াইট হাউসের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
যুদ্ধকালীন সময়ে ইউক্রেনে আনুষ্ঠানিক জরিপ পরিচালনা করা কঠিন। তবে ইউক্রেন-ভিত্তিক কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশিওলজি পরিচালিত সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ইউক্রেনের ৫৭ শতাংশ মানুষ এখনো জেলেনস্কির ওপর আস্থা রাখেন। ২০২৩ সালের শেষে এই হার ছিল ৭৭ শতাংশ, আর ২০২২ সালের মে মাসে এটি ছিল ৯০ শতাংশ। এর মাধ্যমে দেখা যাচ্ছে, ইউক্রেনে জেলেনস্কির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
অন্যান্য কিছু জরিপে দেখা গেছে—সম্ভাব্য নির্বাচনী জরিপে জেলেনস্কির তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির চেয়ে পিছিয়ে আছেন।
গত জানুয়ারি ২০২৪-এর নির্বাচনের পর থেকে তাইওয়ানের রাজনীতিতে অচলাবস্থা বিরাজ করছে। প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উইলিয়াম লাই নির্বাচিত হলেও পার্লামেন্টের আইনসভায় (লেজিসলেটিভ ইউয়ান) বিরোধী কুওমিনতাং (কেএমটি) এবং তাদের মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে সরকার ও আইনসভার
১৩ মিনিট আগেঅভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
৩৪ মিনিট আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
১ ঘণ্টা আগেরায়ে তিনি বলেন, ‘নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের সম্পর্ক সামন্ত প্রভু ও ভূমিদাসের মতো। হাইকোর্টের বিচারকদের অভিবাদন জানানোর সময় জেলা বিচারকদের শারীরিক ভাষা এতটাই বিনয়ী থাকে, যা চাটুকারিতার কাছাকাছি। জেলা বিচারকরা যেন অমেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীর একমাত্র শনাক্তযোগ্য প্রজাতি।’
২ ঘণ্টা আগে