Ajker Patrika

জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে তিরস্কার করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ-তথ্যের মাঝে আছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তবে এই মন্তব্যের পর আজ বুধবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে আখ্যা দিয়েছেন। আর লিখেছেন, ‘জেলেনস্কি যদি দ্রুত ব্যবস্থা না নেন, তবে তার দেশ আর থাকবে না।’

জেলেনস্কিকে ‘একনায়ক’ আখ্যা দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আমি ইউক্রেনকে ভালোবাসি। কিন্তু জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছেন।’

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে সফলভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, জেলেনস্কির জনপ্রিয়তা খুবই কম। তিনি বলেছিলেন, ‘তার (জেলেনস্কি) গ্রহণযোগ্যতা মাত্র ৪ শতাংশ।’

বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এই দাবির সঠিক উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে হোয়াইট হাউসের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

যুদ্ধকালীন সময়ে ইউক্রেনে আনুষ্ঠানিক জরিপ পরিচালনা করা কঠিন। তবে ইউক্রেন-ভিত্তিক কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশিওলজি পরিচালিত সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ইউক্রেনের ৫৭ শতাংশ মানুষ এখনো জেলেনস্কির ওপর আস্থা রাখেন। ২০২৩ সালের শেষে এই হার ছিল ৭৭ শতাংশ, আর ২০২২ সালের মে মাসে এটি ছিল ৯০ শতাংশ। এর মাধ্যমে দেখা যাচ্ছে, ইউক্রেনে জেলেনস্কির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

অন্যান্য কিছু জরিপে দেখা গেছে—সম্ভাব্য নির্বাচনী জরিপে জেলেনস্কির তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির চেয়ে পিছিয়ে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত