Ajker Patrika

আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু, জাতিবিদ্বেষের অভিযোগ 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ২৪
আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু, জাতিবিদ্বেষের অভিযোগ 

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ৫৭ বছরের দখলদারিত্ব নিয়ে শুনানি শুরু হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে আজ সোমবার আইসিজের প্রধান কার্যালয়ে এই শুনানি শুরু হয়। শুনানিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ইসরায়েলের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনেছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার আন্তর্জাতিক মান সময় সকাল ৯টার একটু পর এই শুনানি শুরু হয়। এই শুনানিতে বিশ্বের ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।

রিয়াদ আল-মালিকি শুনানিতে অংশ নিয়ে অভিযোগ করেছেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনি জনগণ উপনিবেশবাদ ও জাতিবিদ্বেষের শিকার হচ্ছে। তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা ঔপনিবেশিকতা ও বর্ণবাদের শিকার...।’ এ সময় তিনি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, ‘অনেকেই এই কথাগুলো শুনে ক্ষুব্ধ হয়েছেন হয়তো। কিন্তু তাদের মূলত ক্ষুব্ধ হওয়া উচিত আমরা যে বাস্তবতায় ভুগছি তা নিয়ে।’ 

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে অনুরোধ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে নীতি নিয়েছে ইসরায়েল, তার ফল কী হতে পারে সে বিষয়টি পর্যালোচনা করার জন্য। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই মৌখিক শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

তবে আশঙ্কার বিষয় হলো, এই শুনানি শেষে আইসিজে যে উপদেশই দিক না কেন, তা ইসরায়েলের জন্য মানা বাধ্যতামূলক নয়। কারণ, আইসিজের উপদেশমূলক মতামত সদস্য দেশগুলোর জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়। তবে এসব উপদেশের নৈতিক ও আইনি প্রেক্ষাপট আছ। যা পরবর্তী সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে করা অন্যায়ের বিষয়টি আইনিভাবে মোকাবিলার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত