Ajker Patrika

রাশিয়ার নয়, পোল্যান্ডে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র ইউক্রেনের: ওয়ারশ 

রাশিয়ার নয়, পোল্যান্ডে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র ইউক্রেনের: ওয়ারশ 

পোল্যান্ডের প্রজেওদোতে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র রাশিয়ার নয়, ইউক্রেনেরই ছিল বলে জানিয়েছে ওয়ারশ এবং ন্যাটো। স্থানীয় সময় আজ বুধবার ন্যাটোর মহাসচিব এবং পোল্যান্ডে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিক্ষিপ্ত হয়েছিল বলে নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ন্যাটো এবং ওয়ারশের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করায় রাশিয়া এবং ন্যাটো-পশ্চিমা বিশ্বের মধ্যে এই ইস্যুতে কিছুটা হলেও কমবে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, ‘আমাদের এবং আমাদের মিত্রদের কাছে যে তথ্য-প্রমাণ রয়েছে, তা থেকে জানা যায় যে—এটি সোভিয়েত ইউনিয়নে তৈরি একটি এস-৩০০ রকেট ছিল। এটি অনেক একটি পুরোনো রকেট এবং রাশিয়ার পক্ষ থেকে এই রকেট উৎক্ষেপণের কোনো প্রমাণ নেই।’ তিনি আরও বলেন, ‘এটি খুব সম্ভবত ইউক্রেনীয় বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল।’

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘কিয়েভ নয় মস্কোকেই দোষ দিতে হবে। কারণ তারাই প্রথমে যুদ্ধ শুরু করেছে এবং ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আক্রমণ চালিয়েছে।’ ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘এটি ইউক্রেনের দোষ নয়। রাশিয়াই ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ায় এই হামলার চূড়ান্ত দায় বহন করে।’

এদিকে, রাশিয়ার দাবি—স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার জন্য ইউক্রেনই দায়ী। মস্কোর দাবি, রাশিয়ার মিসাইল ঠেকাতে ইউক্রেন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তারই কোনো একটি গিয়ে পোল্যান্ডে বিস্ফোরিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত