Ajker Patrika

ইউক্রেন সবচেয়ে বড় পরীক্ষা, শান্তিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ সংসদে স্টারমার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২২: ৪৯
ব্রিটিশ পার্লামেন্টে কিয়ের স্টারমার। ছবি: বিবিসি
ব্রিটিশ পার্লামেন্টে কিয়ের স্টারমার। ছবি: বিবিসি

ইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’

তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করেন স্টারমার। তিনি গত রাতে ঘোষিত ইউক্রেনের সঙ্গে ১.৬ বিলিয়ন পাউন্ডের চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি জানান, এই অর্থ ইউক্রেন বেলফাস্টে তৈরি হওয়া ক্ষেপণাস্ত্র কেনার জন্য ব্যবহার করবে। এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং যুক্তরাজ্যের কর্মসংস্থান বাড়বে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পক্ষ নেওয়া বাস্তবসম্মত নয় বলেও মত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গত সপ্তাহের ঘটনাগুলো দেখিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পক্ষ নেওয়া মোটেই যুক্তিসংগত নয়।’

ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ঘটনায় সংসদের কোনো সদস্যই সন্তুষ্ট নন।’ এ সময় স্টারমার এটাও স্পষ্ট করে দেন যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন—নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগের জন্য।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় আমাদের অপরিহার্য অংশীদার থাকবে এবং আমরা কখনোই আটলান্টিকের দুই পাশের মধ্যে পক্ষ নেব না।’

স্টারমার বলেন, ‘এই সপ্তাহের ঘটনাগুলো দেখিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করতে যুক্তরাজ্য তার দায়িত্ব পালন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত