ফ্রান্সের রাজধানী প্যারিসে বিখ্যাত পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের লক্ষ্য করে ছুরি দিয়ে হামলা করেছে এক ব্যক্তি। তাতে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি জানান হয়।
জেরাল্ড ডারমানিন সাংবাদিকদের বলেন, এ ঘটনার পর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ বছর বয়সী এই অভিযুক্ত হামলাকারী একজন ফরাসি নাগরিক। অন্য একটি হামলার পরিকল্পনার দায়ে এই সন্দেহভাজন ব্যক্তিকে ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ফরাসি নিরাপত্তা সংস্থার নজরদারির তালিকায় ছিলেন এই অভিযুক্ত হামলাকারী। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলেও জানা যায়।
হামলার ঘটনাটি ঘটে স্থানীয় সময় গতকাল শনিবার রাতে। আইফেল টাওয়ার থেকে কয়েক ফুট দূরে হামলাকারী ছুরি নিয়ে এক পর্যটক দম্পতির ওপর হামলা করেন। এ হামলায় এক জার্মান পর্যটক নিহত হন।
তারপর হামলাকারীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে পালানোর চেষ্টা করার সময়ও হামলাকারী হাতুড়ি দিয়ে দুই ব্যক্তিকে আক্রমণ করেন।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, অভিযুক্ত ব্যক্তি হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেন। পরে পুলিশকে তিনি জানান, গাজায় চলমান পরিস্থিতি নিয়ে তিনি ক্ষুব্ধ ও বিরক্ত। কারণ, আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলিম মারা যাচ্ছে। গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি ক্ষুব্ধ ছিলেন।
ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির কার্যালয় বলেছে, তারা এই হামলার ঘটনার তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে।
এদিকে ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন, আক্রমণে ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে হামলার ঘটনার পর প্রতিক্রিয়ার জন্য জরুরি পরিষেবাগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের কাছে হার মানব না।’
২০২৪ সালের জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। বিশ্বের অন্যতম বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আট মাসেরও কম সময় আগে প্যারিসে হামলার ঘটনাটিতে নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে বিখ্যাত পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের লক্ষ্য করে ছুরি দিয়ে হামলা করেছে এক ব্যক্তি। তাতে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি জানান হয়।
জেরাল্ড ডারমানিন সাংবাদিকদের বলেন, এ ঘটনার পর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ বছর বয়সী এই অভিযুক্ত হামলাকারী একজন ফরাসি নাগরিক। অন্য একটি হামলার পরিকল্পনার দায়ে এই সন্দেহভাজন ব্যক্তিকে ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ফরাসি নিরাপত্তা সংস্থার নজরদারির তালিকায় ছিলেন এই অভিযুক্ত হামলাকারী। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলেও জানা যায়।
হামলার ঘটনাটি ঘটে স্থানীয় সময় গতকাল শনিবার রাতে। আইফেল টাওয়ার থেকে কয়েক ফুট দূরে হামলাকারী ছুরি নিয়ে এক পর্যটক দম্পতির ওপর হামলা করেন। এ হামলায় এক জার্মান পর্যটক নিহত হন।
তারপর হামলাকারীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে পালানোর চেষ্টা করার সময়ও হামলাকারী হাতুড়ি দিয়ে দুই ব্যক্তিকে আক্রমণ করেন।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, অভিযুক্ত ব্যক্তি হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেন। পরে পুলিশকে তিনি জানান, গাজায় চলমান পরিস্থিতি নিয়ে তিনি ক্ষুব্ধ ও বিরক্ত। কারণ, আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলিম মারা যাচ্ছে। গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি ক্ষুব্ধ ছিলেন।
ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির কার্যালয় বলেছে, তারা এই হামলার ঘটনার তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে।
এদিকে ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন, আক্রমণে ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে হামলার ঘটনার পর প্রতিক্রিয়ার জন্য জরুরি পরিষেবাগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের কাছে হার মানব না।’
২০২৪ সালের জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। বিশ্বের অন্যতম বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আট মাসেরও কম সময় আগে প্যারিসে হামলার ঘটনাটিতে নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন।
সৌদি আরব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি আরব ২০৩০ সালের মধ্যে স্বল্প খরচের একটি নতুন জাতীয় বিমান পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন বিমান সংস্থাটির বিমান বহরে মোট ৪৫টি উড়োজাহাজ থাকবে। এটি সৌদি আরবের বিমান পরিবহন খাতকে আরও...
৬ মিনিট আগেইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অবনতি চরমে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে সব সরকারি চুক্তি বাতিলের হুমকি দেন। তবে, বিষয়টি নিয়ে প্রশাসনের অভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে এসেছে এই চুক্তিগুলো বাতিল করা কার্যত অসম্ভব, এবং তা করলে দেশের মহা
১ ঘণ্টা আগেবিক্রিত লেহেঙ্গা ফেরত না নিতে রাজি না হওয়ায় দোকানদারকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে হবু বর। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুমিত সায়ানি নামের ওই যুবককে।
২ ঘণ্টা আগেসিরিয়ার তেল, গ্যাস ও জ্বালানি খাতের উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিক্রি করা মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজি। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির প্রধান নির্বাহী জোনাথন বাস। গত শুক্রবার তিনি এই তথ্য জানান। খবর রয়টার্সের। তবে এই...
৩ ঘণ্টা আগে