Ajker Patrika

পুতিন যে শর্তে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন, জানাল রাশিয়া

অনলাইন ডেস্ক
ফ্রান্সের এলিসি প্রাসাদে ২০১৯ সালের এক বৈঠকে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি
ফ্রান্সের এলিসি প্রাসাদে ২০১৯ সালের এক বৈঠকে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি। ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তার আগে, ইউক্রেনকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এমনটাই জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বলেছে, কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জিত হলেই কেবল পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন আজ শনিবার জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানাননি, রাশিয়ার পক্ষ থেকে ঠিক কী ধরনের চুক্তির প্রয়োজন হবে। পুতিন ও জেলেনস্কির শেষ দেখা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে।

প্রেসিডেন্ট জেলেনস্কি এই সপ্তাহে পুতিনকে তুরস্কে সাক্ষাতের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পুতিন নিজে না এসে তাঁর প্রতিনিধিদল পাঠান। গতকাল শুক্রবার এই প্রতিনিধিদল ইউক্রেনের আলোচকদের সঙ্গে বৈঠক করে। ২০২২ সালের মার্চের পর এটিই ছিল দুই পক্ষের প্রথম সরাসরি বৈঠক।

ইউক্রেন জানিয়েছে, বৈঠকে তাঁরা পুতিন-জেলেনস্কি সাক্ষাতের বিষয়টি তুলেছে। পেসকভ বলেছেন, ‘রাশিয়া মনে করে এই বৈঠক সম্ভব। তবে তার জন্য দুই পক্ষকে কাজ করে কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জন করতে হবে।’

দিমিত্রি পেসকভ আরও বলেন, ‘একই সময়ে, প্রতিনিধিদলগুলোর যেসব নথিতে একমত হতে হবে, সেগুলোতে স্বাক্ষরের ক্ষেত্রে আমাদের কাছে প্রধান এবং মৌলিক বিষয় হলো ইউক্রেনের পক্ষ থেকে কে স্বাক্ষর করবেন।’ পেসকভ এই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি। পুতিন এর আগে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ গত বছরই তাঁর নির্বাচিত মেয়াদ শেষ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে এখন সামরিক আইন চলছে। দেশটি নতুন নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

নোয়াখালীতে খালের ওপরের শতাধিক অবৈধ স্থাপনা, বাঁধ ও সড়ক উচ্ছেদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত