Ajker Patrika

ইউক্রেনীয় আইনপ্রণেতার থেকে পতাকা কেড়ে নিলেন রুশ প্রতিনিধি, ভিডিও ভাইরাল

ইউক্রেনীয় আইনপ্রণেতার থেকে পতাকা কেড়ে নিলেন রুশ প্রতিনিধি, ভিডিও ভাইরাল

এক রুশ প্রতিনিধি ইউক্রেনীয় আইনপ্রণেতার থেকে তাঁর দেশের পতাকা কেড়ে নেন। এরপর ইউক্রেনীয় আইনপ্রণেতা ও রুশ জনপ্রতিনিধির ওপর চড়াও হন। একটি আন্তর্জাতিক কনফারেন্সে দুজনের মধ্য এই নাটকীয় কাণ্ড ঘটেছে। 

আজ সোমবার সকালে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গতকাল বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ব্ল্যাক সি ইকোনমিক কমিউনিটির ৬১ তম অধিবেশনে এ ঘটনা ঘটে। 

ওই ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনীয় আইনপ্রণেতা ওলেকসান্দর মারিকোভস্কি তাঁর দেশের পতাকা উঁচু করে ধরছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া এক রুশ প্রতিনিধি ওই পতাকা ছিনিয়ে নিয়ে যেতে থাকেন। ওই রুশ প্রতিনিধির পরিচয় জানা যায়নি। তখন মারিকোভস্কি পেছন থেকে তাঁর ওপর চড়াও হন ও পতাকা নিয়ে নেন। পরে অন্যরা এসে মারিকোভস্কিকে নিবৃত্ত করেন। 

মারিকোভস্কি ফেসবুকে ওই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমাদের পতাকার দিকে হাত বাড়াতে এসো না।’ ওই স্থানে থাকা অন্যরা এ ঘটনার ভিডিও ধারণ করেন। 

ইউক্রেন পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর পর থেকেই যুদ্ধরত দেশ দুটির মধ্য নয়া উত্তেজনা শুরু হয়েছে। যদিও কিয়েভ এ অভিযোগ অস্বীকার করেছে। 

ব্ল্যাক সি ইকোনমিক কমিউনিটি ৩০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। রাশিয়া ও ইউক্রেন এই সংস্থার সদস্য। সংস্থাটি কৃষ্ণসাগর অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত