অনলাইন ডেস্ক
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিরা ৩০ দিনের যে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছেন, তাতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা জানান। তবে, চুক্তির কিছু বিষয় নিয়ে খানিকটা সন্দিহান রুশ প্রেসিডেন্ট। সেসব নিয়ে সংবাদমাধ্যমে তিনি কথা বলার পর থেকেই বিভিন্ন মহলে নানা আলোচনা-বিশ্লেষণ চলছে। প্রশ্ন উঠছে—পুতিন কি আসলেই যুদ্ধ বন্ধ হোক চান? নাকি অসম্ভব শর্তের ফিরিস্তি দিয়ে কালক্ষেপণের কৌশল নিয়েছেন?
পুতিন বলেছেন, ‘দীর্ঘমেয়াদি শান্তি কেউ কেন চাইবে না! শান্তি নিশ্চিতে চুক্তি প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। লড়াই বন্ধ করতে ওই প্রস্তাবের সঙ্গে আমরাও একমত। তবে, আমার মনে হয় কিছু সূক্ষ্ম বিষয় বাদ গেছে।’
বিশ্লেষকেরা বলছেন, রুশ প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে শেষমেশ রাজি হবেন না। তাঁদের ভাষ্য—যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার পর এখন পর্যন্ত নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসেনি রাশিয়া। আগের দাবি-দাওয়া তো ছিলই, নতুন করে আরও কিছু শর্ত জুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এমনকি এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি যেভাবে দিয়েছেন, তাতেও ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত মেলেনি। বরং, যুদ্ধবিরতি ইস্যুতে তিনি যে আগের অবস্থানেই এখনো অনড়, সেটি আরও স্পষ্ট হয়েছে বলে মনে করেন অনেকে।
সম্প্রতি কুরস্ক ফ্রন্টলাইন পরিদর্শন করেছেন ভ্লাদিমির পুতিন। ২০২৩ সালের আগস্ট থেকে অঞ্চলটির কিছু অংশ ইউক্রেনীয় সেনাদের দখলে রয়েছে। শুরু থেকেই রাশিয়া অঞ্চলটি পুনর্দখলে ব্যাপক তৎপরতা চালিয়ে আসছিল। অবশেষে, গত দুই দিনে কুরস্কে অনেকটাই এগিয়েছে রুশ সেনারা। অঞ্চলটির সবচেয়ে বড় শহর সুদঝা পুনর্দখল করতে সক্ষম হয়েছে তারা, যা রাশিয়ার জন্য একটি বড় বিজয়ই বটে।
এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রণক্ষেত্রে রাশিয়ার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি ইউক্রেনকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দেবে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট। তিনি প্রশ্ন তোলেন, ‘এমন কিছু (ইউক্রেনীয় সেনাদের পুনর্গঠনের সুযোগ) যে ঘটতে দেওয়া হবে না তার নিশ্চয়তা আমাদের কে দেবে?’
যুদ্ধবিরতির মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের হামলার বিষয়টি টেনে পুতিন বলেন, ‘আমরা ৩০ দিনের জন্য যুদ্ধ বন্ধ করলে কি সবাই যুদ্ধের ময়দান ছাড়বে? আমরা এখন কৌশলগতভাবে ভালো অবস্থানে আছি। এই সময়ে এসে থামাটা আসলে কতটা যৌক্তিক? তা ছাড়া, যুদ্ধবিরতি কীভাবে কার্যকর করা হবে তার কোনো সুনির্দিষ্ট কাঠামোও এখন পর্যন্ত প্রস্তাব করা হয়নি।’
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিরা ৩০ দিনের যে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছেন, তাতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা জানান। তবে, চুক্তির কিছু বিষয় নিয়ে খানিকটা সন্দিহান রুশ প্রেসিডেন্ট। সেসব নিয়ে সংবাদমাধ্যমে তিনি কথা বলার পর থেকেই বিভিন্ন মহলে নানা আলোচনা-বিশ্লেষণ চলছে। প্রশ্ন উঠছে—পুতিন কি আসলেই যুদ্ধ বন্ধ হোক চান? নাকি অসম্ভব শর্তের ফিরিস্তি দিয়ে কালক্ষেপণের কৌশল নিয়েছেন?
পুতিন বলেছেন, ‘দীর্ঘমেয়াদি শান্তি কেউ কেন চাইবে না! শান্তি নিশ্চিতে চুক্তি প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। লড়াই বন্ধ করতে ওই প্রস্তাবের সঙ্গে আমরাও একমত। তবে, আমার মনে হয় কিছু সূক্ষ্ম বিষয় বাদ গেছে।’
বিশ্লেষকেরা বলছেন, রুশ প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে শেষমেশ রাজি হবেন না। তাঁদের ভাষ্য—যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার পর এখন পর্যন্ত নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসেনি রাশিয়া। আগের দাবি-দাওয়া তো ছিলই, নতুন করে আরও কিছু শর্ত জুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এমনকি এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি যেভাবে দিয়েছেন, তাতেও ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত মেলেনি। বরং, যুদ্ধবিরতি ইস্যুতে তিনি যে আগের অবস্থানেই এখনো অনড়, সেটি আরও স্পষ্ট হয়েছে বলে মনে করেন অনেকে।
সম্প্রতি কুরস্ক ফ্রন্টলাইন পরিদর্শন করেছেন ভ্লাদিমির পুতিন। ২০২৩ সালের আগস্ট থেকে অঞ্চলটির কিছু অংশ ইউক্রেনীয় সেনাদের দখলে রয়েছে। শুরু থেকেই রাশিয়া অঞ্চলটি পুনর্দখলে ব্যাপক তৎপরতা চালিয়ে আসছিল। অবশেষে, গত দুই দিনে কুরস্কে অনেকটাই এগিয়েছে রুশ সেনারা। অঞ্চলটির সবচেয়ে বড় শহর সুদঝা পুনর্দখল করতে সক্ষম হয়েছে তারা, যা রাশিয়ার জন্য একটি বড় বিজয়ই বটে।
এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রণক্ষেত্রে রাশিয়ার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি ইউক্রেনকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দেবে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট। তিনি প্রশ্ন তোলেন, ‘এমন কিছু (ইউক্রেনীয় সেনাদের পুনর্গঠনের সুযোগ) যে ঘটতে দেওয়া হবে না তার নিশ্চয়তা আমাদের কে দেবে?’
যুদ্ধবিরতির মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের হামলার বিষয়টি টেনে পুতিন বলেন, ‘আমরা ৩০ দিনের জন্য যুদ্ধ বন্ধ করলে কি সবাই যুদ্ধের ময়দান ছাড়বে? আমরা এখন কৌশলগতভাবে ভালো অবস্থানে আছি। এই সময়ে এসে থামাটা আসলে কতটা যৌক্তিক? তা ছাড়া, যুদ্ধবিরতি কীভাবে কার্যকর করা হবে তার কোনো সুনির্দিষ্ট কাঠামোও এখন পর্যন্ত প্রস্তাব করা হয়নি।’
রাজধানী মিনস্কে বেলারুশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল আলোচনার সময় এক দীর্ঘ মধ্যাহ্নভোজে ভদকা পান করার ঘটনা বিরোধী নেতাদের মুক্তিতে সহায়তা করেছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা জন কোল।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ।
৪ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কোমল পানীয় নির্মাতা কোকা-কোলা নিশ্চিত করেছে, আসন্ন শরতে মার্কিন যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে তৈরি একটি নতুন সংস্করণ বাজারে আনছে কোম্পানিটি। তবে কোকা-কোলার মূল রেসিপিতে কোনো পরিবর্তন আসছে না।
৫ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক
৬ ঘণ্টা আগে