Ajker Patrika

বিয়ের পর শুভেচ্ছায় ভাসছেন মালালা

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১১: ৩০
বিয়ের পর শুভেচ্ছায় ভাসছেন মালালা

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিকের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কথা গতকাল মঙ্গলবার রাতে টুইটারে জানানোর পর শুভেচ্ছায় ভাসছেন পাকিস্তানের এই নারীশিক্ষা অধিকারকর্মী।

গতকাল মঙ্গলবার টুইট বার্তায় মালালা বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের একটি মহামূল্যবান দিন। আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই।’

এই টুইটে পর রিটুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইট বার্তায় তিনি বলেন, অভিনন্দন, মালালা এবং আসার! সোফি এবং আমি আশা করি আপনি আপনার বিশেষ দিনটি উপভোগ করেছেন।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকও মালালাকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি টুইট বার্তায় তিনি বলেন, আপনাকে এবং আসারকে অভিনন্দন! নতুন জীবন শুরু করার জন্য আপনাদের শুভেচ্ছা জানাই। 

মালালার বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। তিনি টুইট বার্তায় বলেন, অভিনন্দন ও মাশাল্লাহ।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটনও মালালাকে বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন। 

তবে মালালার বিয়েতে বিস্ময় প্রকাশ করেছেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। একটি টুইট বার্তায় তিনি বলেন, আমি ভেবেছিলাম অক্সফোর্ডে লেখাপড়ার জন্য গিয়ে একজন ইংরেজ সুদর্শন প্রগতিশীল ব্যক্তিকে বিয়ে করবেন মালালা। আর ৩০ বছর পর বিয়ের কথা ভাববেন। কিন্তু...

মালালা ইউসুফ জাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইও মেয়েকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। টুইট বার্তায় তিনি বলেন, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ।

নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে ১৫ বছর বয়সে তালেবানের হামলার শিকার হন মালালা। তখন তিনি ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। ওই সময় চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এরপর থেকে যুক্তরাজ্য বসবাস করছেন মালালা। 

গত জুলাইতে বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মালালা। ভোগ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে মালালা বলেন, মানুষের কেন বিয়ে করতে হবে তা আমি এখনো বুঝি না। 

মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় পশতুন জাতিগোষ্ঠীর এক সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে। ২০২০ সালে মালালার নামে স্কুলও খোলা হয় টেক্সাসে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত