রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি উপাসনালয়, একটি অর্থোডক্স গির্জা এবং একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন পুলিশ, একজন অর্থোডক্স যাজক এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গতকাল রোববারের ঘটনা প্রসঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, এটি দাগেস্তান এবং পুরো দেশের জন্য একটি ট্র্যাজেডির দিন। তিনি বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘শেষ করা’ হয়েছে।
পেন্টেকস্টের অর্থোডক্স উৎসবে বন্দুকধারীরা ডারবেন্ট এবং মাখাচকালা শহরগুলোয় হামলা চালিয়েছে। দুটি গির্জা ও দুটি উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালায় এক অর্থোডক্স চার্চের পুরোহিতকে হত্যা করা হয়েছে। দাগেস্তানের রাজধানী মাখাচকালায় পুলিশ পোস্টে হামলার ঘটনা ঘটে।
হামলাকারীদের মধ্যে ছয়জন মারা গেছে এবং পুলিশ অন্যদের খোঁজ করছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে দাগেস্তান অতীতে ইসলামপন্থীদের হামলাস্থল ছিল।
নিহত ১৫ পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দাগেস্তানের নেতা সের্গেই মেলিকভ।
সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ফুটেজে দেখা যায়, গাঢ় পোশাক পরা লোকজন পুলিশের গাড়িতে গুলি করছে। এরপর জরুরি পরিষেবার গাড়ির একটি কনভয় ঘটনাস্থলে পৌঁছায়।
হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায় বলে স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এ ছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ডারবেন্ট প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল।
সেরগোকল গ্রামে পুলিশের গাড়িতে হামলা হয়েছে। মাখাচকালার কাছে সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমরভকে পুলিশ আটক করেছে। তার দুই ছেলে রোববারের হামলাকারীদের মধ্যে রয়েছেন বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল দাগেস্তান। এটি প্রধানত মুসলিম প্রজাতন্ত্র।
২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ককেশাস এমিরেট নামে একটি জিহাদি সংগঠন এবং পরে ককেশাসের ইসলামিক এমিরেট, দাগেস্তান এবং প্রতিবেশী রুশ প্রজাতন্ত্র চেচনিয়া, ইঙ্গুশেটিয়া ও কাবারডিনো-বালকারিয়ায় হামলা চালিয়েছিল।
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি উপাসনালয়, একটি অর্থোডক্স গির্জা এবং একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন পুলিশ, একজন অর্থোডক্স যাজক এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গতকাল রোববারের ঘটনা প্রসঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, এটি দাগেস্তান এবং পুরো দেশের জন্য একটি ট্র্যাজেডির দিন। তিনি বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘শেষ করা’ হয়েছে।
পেন্টেকস্টের অর্থোডক্স উৎসবে বন্দুকধারীরা ডারবেন্ট এবং মাখাচকালা শহরগুলোয় হামলা চালিয়েছে। দুটি গির্জা ও দুটি উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালায় এক অর্থোডক্স চার্চের পুরোহিতকে হত্যা করা হয়েছে। দাগেস্তানের রাজধানী মাখাচকালায় পুলিশ পোস্টে হামলার ঘটনা ঘটে।
হামলাকারীদের মধ্যে ছয়জন মারা গেছে এবং পুলিশ অন্যদের খোঁজ করছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে দাগেস্তান অতীতে ইসলামপন্থীদের হামলাস্থল ছিল।
নিহত ১৫ পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দাগেস্তানের নেতা সের্গেই মেলিকভ।
সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ফুটেজে দেখা যায়, গাঢ় পোশাক পরা লোকজন পুলিশের গাড়িতে গুলি করছে। এরপর জরুরি পরিষেবার গাড়ির একটি কনভয় ঘটনাস্থলে পৌঁছায়।
হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায় বলে স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এ ছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ডারবেন্ট প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল।
সেরগোকল গ্রামে পুলিশের গাড়িতে হামলা হয়েছে। মাখাচকালার কাছে সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমরভকে পুলিশ আটক করেছে। তার দুই ছেলে রোববারের হামলাকারীদের মধ্যে রয়েছেন বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল দাগেস্তান। এটি প্রধানত মুসলিম প্রজাতন্ত্র।
২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ককেশাস এমিরেট নামে একটি জিহাদি সংগঠন এবং পরে ককেশাসের ইসলামিক এমিরেট, দাগেস্তান এবং প্রতিবেশী রুশ প্রজাতন্ত্র চেচনিয়া, ইঙ্গুশেটিয়া ও কাবারডিনো-বালকারিয়ায় হামলা চালিয়েছিল।
গাজায় অবাধ ত্রাণ সরবরাহের প্রস্তুতি বাস্তবায়ন না করলে, ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছে জোটটির পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া...
৪ মিনিট আগেইহাব আল-জেইন বলেন, ‘আমরা কী করব? এক কেজি আটার জন্য আমরা মৃত্যুর মুখে ছুটে যাচ্ছি এবং এমনকি তারপরও সব সময় কাজ হয় না। কখনো কখনো আমরা কিছুই না নিয়ে ফিরে আসি। আমরা মরি এবং খালি হাতে বাড়ি ফিরি।’ তিনি জানান, তিনি এর আগে একাধিকবার চেষ্টা করলেও ত্রাণকেন্দ্র থেকে কখনো কিছু সংগ্রহ করতে পারেননি।
২৭ মিনিট আগেক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হল দুতলা এই রেস্তোরাঁর। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন।
১ ঘণ্টা আগেসাইবার প্রতারণার মামলায় উদ্ধার করা ২ কোটিরও বেশি রূপি ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছেন দিল্লি পুলিশের দুই সাব-ইন্সপেক্টর (এসআই)। সেই টাকা নিয়ে পালিয়ে গিয়ে গোয়া, মানালি আর কাশ্মীর ভ্রমণ করেছেন তারা এই কপোত-কপোতী। পরিকল্পনা করেছিলেন নতুন পরিচয়ে জীবন শুরুর, তবে শেষ রক্ষা হয়নি। চার মাসের তদন্ত শেষে
২ ঘণ্টা আগে