Ajker Patrika

কর্মীদের ওপর গোয়েন্দাগিরির দায়ে আইকিয়াকে ১২ লাখ ডলার জরিমানা

কর্মীদের ওপর গোয়েন্দাগিরির দায়ে আইকিয়াকে ১২ লাখ ডলার জরিমানা

ঢাকা: কর্মীদের ওপর নজরদারির জন্য গোয়েন্দা লাগানোর দায়ে মোটা অঙ্কের জরিমানা গুনছে সুইডিশ ফার্নিচার চেইন আইকিয়া। ফ্রান্সের একটি আদালত কোম্পানিটিকে ১০ লাখ ইউরো বা ১২ লাখ ডলার জরিমানার নির্দেশ দিয়েছে।

সেই সঙ্গে আইকিয়ার ফ্রান্স শাখার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যঁ লুই বেলোতকে দুই বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি এবং ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

আইকিয়ার এই ফরাসি শাখাটিতে কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য বেসরকারি গোয়েন্দা সংস্থা এবং পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করা হয়েছে। ২০২১ সালে প্রথম এই ঘটনার তথ্য–প্রমাণ প্রকাশ্যে আসে।

বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে চারজন ব্যবস্থাপককে বরখাস্ত করেছে আইকিয়া। পাশাপাশি কোম্পানির জন্য একটি নতুন আচরণবিধিও প্রণয়ন করা হয়েছে।

ফ্রান্সের ভার্সাই কোর্টে অভিযুক্তদের তালিকায় থাকা ১৫ ব্যক্তির মধ্যে কয়েকজন শীর্ষ নির্বাহী ও সাবেক স্টোর ম্যানেজার রয়েছেন। গোপনীয় তথ্য হস্তান্তর করার জন্য চার পুলিশ কর্মকর্তাও বিচারের মুখোমুখি হয়েছেন।

এই নজরদারি ব্যবস্থাটি চাকরি প্রত্যাশীদের যাচাই করার এবং কর্মীদের ওপর নজরদারির জন্য ব্যবহার করতেন স্টোর ম্যানেজাররা।

আদালতের নথির বরাত দিয়ে বার্তা সংস্থার এএফপির খবরে বলা হয়েছে, বেসরকারি গোয়েন্দা সংস্থার পেছনে আইকিয়ার বার্ষিক বিল ৬ লাখ ছড়িয়ে গিয়েছিল।

মামলার অভিযোগের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সংস্থার সাবেক ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা গোয়েন্দা লাগিয়ে জানার চেষ্টা করছিলেন, কোনো কর্মী কীভাবে একটি নতুন বিএমডব্লিউ ব্যবহার করার সক্ষমতা অর্জন করে, বোর্দোসের একজন কর্মচারী কেন ‘হঠাৎ করে প্রতিবাদী হয়ে উঠলেন’ সেটিও অনুসন্ধান করেছেন তিনি।

জ্যঁ ফ্রাঁসোয়া প্যারিস নামে ওই নির্বাহী কর্মকর্তাকে ১৮ মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি এবং ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

২০০৯-২০১২ সালের মধ্যে আইকিয়া ফ্রান্সের কর্মীদের ওপর নজরদারির এই ঘটনা প্রথমে সাংবাদিকেরা প্রকাশ করেন। এরপর ট্রেড ইউনিয়ন আইনি পদক্ষেপ নেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পামেলা তাবার্দেল জানিয়েছেন, এই অবৈধ নজরদারির আওতায় ছিলেন প্রায় ৪০০ কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত