ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের একটি স্যাটেলাইট গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। গত সোমবার স্যাটেলাইট বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের দেশ জার্মানিও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জানা গেছে, মহাকাশ স্টেশনে এখন ৭ জন ক্রু রয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৪ জন, রাশিয়ার ২ জন এবং জার্মানির ১ জন। আগে থেকে সতর্কতা জারি করায় এ সময় তাঁরা স্পেস শিপ ক্যাপসুলে আশ্রয় নেন। দুই ঘণ্টা এর ভেতরে ছিলেন তাঁরা। এর মধ্যে কয়েকবার ধ্বংসাবশেষের কাছ দিয়ে গেছে এ ক্যাপসুল।
মার্কিন গবেষণা সংস্থা নাসার প্রধান বিল নেলসন বলেন, ‘নিরাপত্তার জন্য এগুলো প্রতিনিয়ত নজরে রাখা হবে।’ তবে রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
এদিকে রাশিয়ার স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। বার্লিনের পক্ষ থেকে মহাকাশ নিরাপত্তা আইন প্রণয়নের জন্য বিশ্বের অন্যান্য দেশগুলো প্রতি আহ্বান জানানো হয়েছে।
একটি বিবৃতিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, আমরা সমস্ত রাষ্ট্রকে এই প্রক্রিয়ায় এবং মহাকাশে দায়িত্বশীল আচরণের নীতির বিকাশে গঠনমূলকভাবে জড়িত হওয়ার আহ্বান জানাই
এদিকে মঙ্গলবার রাশিয়াও মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকার করেছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের একটি স্যাটেলাইট গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। গত সোমবার স্যাটেলাইট বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের দেশ জার্মানিও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জানা গেছে, মহাকাশ স্টেশনে এখন ৭ জন ক্রু রয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৪ জন, রাশিয়ার ২ জন এবং জার্মানির ১ জন। আগে থেকে সতর্কতা জারি করায় এ সময় তাঁরা স্পেস শিপ ক্যাপসুলে আশ্রয় নেন। দুই ঘণ্টা এর ভেতরে ছিলেন তাঁরা। এর মধ্যে কয়েকবার ধ্বংসাবশেষের কাছ দিয়ে গেছে এ ক্যাপসুল।
মার্কিন গবেষণা সংস্থা নাসার প্রধান বিল নেলসন বলেন, ‘নিরাপত্তার জন্য এগুলো প্রতিনিয়ত নজরে রাখা হবে।’ তবে রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
এদিকে রাশিয়ার স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। বার্লিনের পক্ষ থেকে মহাকাশ নিরাপত্তা আইন প্রণয়নের জন্য বিশ্বের অন্যান্য দেশগুলো প্রতি আহ্বান জানানো হয়েছে।
একটি বিবৃতিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, আমরা সমস্ত রাষ্ট্রকে এই প্রক্রিয়ায় এবং মহাকাশে দায়িত্বশীল আচরণের নীতির বিকাশে গঠনমূলকভাবে জড়িত হওয়ার আহ্বান জানাই
এদিকে মঙ্গলবার রাশিয়াও মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকার করেছে।
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
২০ ঘণ্টা আগে