বড় ধরনের ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ–প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে রুশ নিরাপত্তা বাহিনী। তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু–এর ঘনিষ্ঠ সহযোগী। গত মঙ্গলবার উপ–প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে এটিই সর্বোচ্চ দুর্নীতির মামলা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বড় ধরনের ঘুষ নেওয়ায় তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। দোষী সাব্যস্ত হলে তাঁর ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ইউক্রেন যুদ্ধে দায়িত্বে থাকা শোইগুর এক সহযোগীকে হঠাৎ গ্রেপ্তারের পর ক্ষমতাধরদের মধ্যেকার বিরোধ এবং সোভিয়েত–পরবর্তী রাশিয়ার সশস্ত্র বাহিনীর দুর্নীতি জর্জরিত হওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, পুতিনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং শোইগুকেও এ বিষয়ে জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার শোইগুর সভাপতিত্বে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের এক বৈঠকে উপস্থিত ছিলেন ইভানভ। ২০১৬ সাল থেকে উপমন্ত্রীর দায়িত্ব পালন করা ইভানভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি ব্যবস্থাপনা, আবাসন, নির্মাণ ও বন্ধকের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি।
রাশিয়ার কোমেরসঁ পত্রিকায় বলা হয়, সোভিয়েত আমলের কেজিবির উত্তরসূরি ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)ইভানভকে (৪৮) গ্রেপ্তার করেছে। গত মাসে পুতিন এ নিরাপত্তা বাহিনীকে রাষ্ট্রীয় প্রতিরক্ষা ক্রয়ে দুর্নীতির মূলোৎপাটন করতে নির্দেশ দিয়েছিলেন।
ইজভেস্তিয়া পত্রিকা জানিয়েছে, অন্যদেরও আটক করা হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ইভানভের সম্পত্তিতে তল্লাশি চালানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার একটি সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানায়, ‘শুধু এটুকু বলতে পারি, তদন্ত গতকাল, পরশু বা এক মাস আগে শুরু হয়নি।’ এফএসবি মিলিটারি কাউন্টার ইন্টেলিজেন্স এই ঘটনায় জড়িত বলে জানিয়েছে তাস।
শোইগুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে কেন লক্ষ্যবস্তু করা হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাশিয়ার সামরিক ব্লগাররা দীর্ঘদিন ধরে শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে দুর্নীতি এবং অযোগ্যতার অভিযোগ করে আসছেন। বিশেষ করে ইউক্রেন আগ্রাসনের প্রথম দিনগুলোতে গুরুতরভাবে ছড়িয়ে পড়ার পরে ইউক্রেনের কিছু অংশ থেকে তড়িঘড়ি করে সেনা প্রত্যাহারের পর এই অভিযোগগুলো উঠে আসে।
ইভানভের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোভিয়েত পরবর্তী অভিজাত শ্রেণির মতো জাঁকজমকপূর্ণ জীবনধারণের অভিযোগ রয়েছে। বিলাসবহুল বাড়ি ও বিভিন্ন পার্টি ইত্যাদি নিয়ে প্রায়ই তিনি আলোচনায় থাকেন। ২০২২ সালে প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির নেতৃত্বাধীন রাশিয়ার দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন অভিযোগ করেছিল যে ইভানভ এবং তাঁর পরিবার বিলাসবহুল জীবনযাপন করেন।
ফোর্বস ম্যাগাজিন ইভানভকে রাশিয়ার নিরাপত্তা কাঠামোর অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে।
বড় ধরনের ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ–প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে রুশ নিরাপত্তা বাহিনী। তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু–এর ঘনিষ্ঠ সহযোগী। গত মঙ্গলবার উপ–প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে এটিই সর্বোচ্চ দুর্নীতির মামলা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বড় ধরনের ঘুষ নেওয়ায় তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। দোষী সাব্যস্ত হলে তাঁর ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ইউক্রেন যুদ্ধে দায়িত্বে থাকা শোইগুর এক সহযোগীকে হঠাৎ গ্রেপ্তারের পর ক্ষমতাধরদের মধ্যেকার বিরোধ এবং সোভিয়েত–পরবর্তী রাশিয়ার সশস্ত্র বাহিনীর দুর্নীতি জর্জরিত হওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, পুতিনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং শোইগুকেও এ বিষয়ে জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার শোইগুর সভাপতিত্বে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের এক বৈঠকে উপস্থিত ছিলেন ইভানভ। ২০১৬ সাল থেকে উপমন্ত্রীর দায়িত্ব পালন করা ইভানভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি ব্যবস্থাপনা, আবাসন, নির্মাণ ও বন্ধকের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি।
রাশিয়ার কোমেরসঁ পত্রিকায় বলা হয়, সোভিয়েত আমলের কেজিবির উত্তরসূরি ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)ইভানভকে (৪৮) গ্রেপ্তার করেছে। গত মাসে পুতিন এ নিরাপত্তা বাহিনীকে রাষ্ট্রীয় প্রতিরক্ষা ক্রয়ে দুর্নীতির মূলোৎপাটন করতে নির্দেশ দিয়েছিলেন।
ইজভেস্তিয়া পত্রিকা জানিয়েছে, অন্যদেরও আটক করা হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ইভানভের সম্পত্তিতে তল্লাশি চালানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার একটি সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানায়, ‘শুধু এটুকু বলতে পারি, তদন্ত গতকাল, পরশু বা এক মাস আগে শুরু হয়নি।’ এফএসবি মিলিটারি কাউন্টার ইন্টেলিজেন্স এই ঘটনায় জড়িত বলে জানিয়েছে তাস।
শোইগুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে কেন লক্ষ্যবস্তু করা হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাশিয়ার সামরিক ব্লগাররা দীর্ঘদিন ধরে শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে দুর্নীতি এবং অযোগ্যতার অভিযোগ করে আসছেন। বিশেষ করে ইউক্রেন আগ্রাসনের প্রথম দিনগুলোতে গুরুতরভাবে ছড়িয়ে পড়ার পরে ইউক্রেনের কিছু অংশ থেকে তড়িঘড়ি করে সেনা প্রত্যাহারের পর এই অভিযোগগুলো উঠে আসে।
ইভানভের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোভিয়েত পরবর্তী অভিজাত শ্রেণির মতো জাঁকজমকপূর্ণ জীবনধারণের অভিযোগ রয়েছে। বিলাসবহুল বাড়ি ও বিভিন্ন পার্টি ইত্যাদি নিয়ে প্রায়ই তিনি আলোচনায় থাকেন। ২০২২ সালে প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির নেতৃত্বাধীন রাশিয়ার দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন অভিযোগ করেছিল যে ইভানভ এবং তাঁর পরিবার বিলাসবহুল জীবনযাপন করেন।
ফোর্বস ম্যাগাজিন ইভানভকে রাশিয়ার নিরাপত্তা কাঠামোর অন্যতম ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে