ক্রিমিয়ার সাকি বিমানঘাঁটিতে গত মঙ্গলবার দুটি বড় ধরনের বিস্ফোরণের পর অন্তত সাতটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। প্ল্যানেট ল্যাবসের নতুন স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মস্কো বিমানবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি এটি।
গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো পিটার লেটন স্যাটেলাইট চিত্রগুলো পরীক্ষা করে বলেছেন, ‘ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোকে এসইউ-২৪ বোমারু উড়োজাহাজ এবং এসইউ-৩০ মাল্টিরোল ফাইটার জেট বলে মনে হচ্ছে।’
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা এখনো বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করতে পারেনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মজুত করা গোলাবারুদ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার থিংক ট্যাংক জানিয়েছে, বিমানঘাঁটিটি রুশ সেনাদের যুদ্ধক্ষেত্র থেকে ২২৫ কিলোমিটার পেছনে।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, বিমানঘাঁটির মূল রানওয়ে অক্ষত রয়েছে। তবে অন্তত আটটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইট চিত্রে ঘাঁটির খোলা জায়গায় বেশ কয়েকটি গর্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এই খোলা জায়গাতেই বেশির ভাগ যুদ্ধবিমান রাখা হয়েছিল।
ক্রিমিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।
আন্তর্জাতিকভাবে ক্রিমিয়া ইউক্রেনের অংশ। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে এই উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। তবে রাশিয়ার দখলে থাকলেও ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি কিয়েভ ও তার মিত্ররা। ইউক্রেনীয়রা মনে করেন, রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধের সূচনা এই ক্রিমিয়া।
ক্রিমিয়ার সাকি বিমানঘাঁটিতে গত মঙ্গলবার দুটি বড় ধরনের বিস্ফোরণের পর অন্তত সাতটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। প্ল্যানেট ল্যাবসের নতুন স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মস্কো বিমানবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি এটি।
গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো পিটার লেটন স্যাটেলাইট চিত্রগুলো পরীক্ষা করে বলেছেন, ‘ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোকে এসইউ-২৪ বোমারু উড়োজাহাজ এবং এসইউ-৩০ মাল্টিরোল ফাইটার জেট বলে মনে হচ্ছে।’
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা এখনো বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করতে পারেনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মজুত করা গোলাবারুদ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার থিংক ট্যাংক জানিয়েছে, বিমানঘাঁটিটি রুশ সেনাদের যুদ্ধক্ষেত্র থেকে ২২৫ কিলোমিটার পেছনে।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, বিমানঘাঁটির মূল রানওয়ে অক্ষত রয়েছে। তবে অন্তত আটটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইট চিত্রে ঘাঁটির খোলা জায়গায় বেশ কয়েকটি গর্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এই খোলা জায়গাতেই বেশির ভাগ যুদ্ধবিমান রাখা হয়েছিল।
ক্রিমিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।
আন্তর্জাতিকভাবে ক্রিমিয়া ইউক্রেনের অংশ। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে এই উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। তবে রাশিয়ার দখলে থাকলেও ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি কিয়েভ ও তার মিত্ররা। ইউক্রেনীয়রা মনে করেন, রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধের সূচনা এই ক্রিমিয়া।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৪ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৬ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৬ ঘণ্টা আগে