মার্লবোরো সিগারেটের উৎপাদক প্রতিষ্ঠান ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই)। বুধবার বিবিসি জানিয়েছে, এই সংস্থাটি তার মালিকানায় থাকা যুক্তরাজ্য-ভিত্তিক একটি ইনহেলার কোম্পানি কেনা দামের চেয়েও অনেক কম দামে বিক্রি করে দিয়েছে।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের মালিকানায় থাকা ইনহেলার কোম্পানি ভেকচুরা গ্রুপকে (Vectura Group) মাত্র ১৫ কোটি পাউন্ডে বিক্রি করা হয়েছে। অথচ তিন বছর আগেই এক বিলিয়ন পাউন্ডের বেশি মূল্য দিয়ে এই কোম্পানিটি কিনেছিল পিএমআই।
ভেকচুরা কোম্পানি হাঁপানির মতো ফুসফুসের অবস্থার চিকিৎসার জন্য ইনহেলার তৈরি করে। তবে সাম্প্রতিক সময়ে এই কোম্পানিটি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল কিনে নিলে অনেকেই এই সিদ্ধান্তকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেন। তবে পিএমআই কোম্পানি বরাবরই দাবি করে এসেছে, তারা সিগারেট এবং ভ্যাপিংয়ের মতো ধূমপান মুক্ত ব্যবসার দিকে সরে যাওয়ার কৌশল হিসেবেই ইনহেলার কোম্পানি কিনে নিয়েছে।
বুধবার ইলেকট্রনিকস ফার্ম মোলেক্স এশিয়া হোল্ডিংসের কাছে ভেকচুরা গ্রুপ বিক্রির ঘোষণা দিয়ে ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বলেছে, এই সিদ্ধান্ত কিছু বাহ্যিক সীমাবদ্ধতা এবং আমাদের মালিকানার জন্য অযৌক্তিক সমালোচনার বোঝা থেকে ভেকচুরাকে মুক্তি দিয়েছে।
ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের বস জ্যাসেক ওলক্যাক জানিয়েছেন, ভেকচুরা গ্রুপ কিনে নেওয়া সিদ্ধান্তটি একটি ধূমপান মুক্ত বিশ্বের দিকে পিএমআই-এর সরে যাওয়ার অংশ ছিল। ২০৩০ সালের মধ্যে সিগারেট নয় এমন পণ্য থেকে দুই-তৃতীয়াংশ বিক্রি চায় তাঁর কোম্পানি।
তবে সিগারেট বিক্রি করে এখনো বিলিয়ন পাউন্ড উপার্জনের কথা বিবেচনা করা পিএমআই কোম্পানির প্রতিশ্রুতির আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছে স্বাস্থ্য সম্পর্কিত কিছু দাতব্য সংস্থা। গত জুনের শেষ থেকে তিন মাসের জন্য কোম্পানিটির ৭১৯ কোটি পাউন্ড বিক্রির মধ্যে ৬০ শতাংশই এসেছে সিগারেট থেকে।
মার্লবোরো সিগারেটের উৎপাদক প্রতিষ্ঠান ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই)। বুধবার বিবিসি জানিয়েছে, এই সংস্থাটি তার মালিকানায় থাকা যুক্তরাজ্য-ভিত্তিক একটি ইনহেলার কোম্পানি কেনা দামের চেয়েও অনেক কম দামে বিক্রি করে দিয়েছে।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের মালিকানায় থাকা ইনহেলার কোম্পানি ভেকচুরা গ্রুপকে (Vectura Group) মাত্র ১৫ কোটি পাউন্ডে বিক্রি করা হয়েছে। অথচ তিন বছর আগেই এক বিলিয়ন পাউন্ডের বেশি মূল্য দিয়ে এই কোম্পানিটি কিনেছিল পিএমআই।
ভেকচুরা কোম্পানি হাঁপানির মতো ফুসফুসের অবস্থার চিকিৎসার জন্য ইনহেলার তৈরি করে। তবে সাম্প্রতিক সময়ে এই কোম্পানিটি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল কিনে নিলে অনেকেই এই সিদ্ধান্তকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেন। তবে পিএমআই কোম্পানি বরাবরই দাবি করে এসেছে, তারা সিগারেট এবং ভ্যাপিংয়ের মতো ধূমপান মুক্ত ব্যবসার দিকে সরে যাওয়ার কৌশল হিসেবেই ইনহেলার কোম্পানি কিনে নিয়েছে।
বুধবার ইলেকট্রনিকস ফার্ম মোলেক্স এশিয়া হোল্ডিংসের কাছে ভেকচুরা গ্রুপ বিক্রির ঘোষণা দিয়ে ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বলেছে, এই সিদ্ধান্ত কিছু বাহ্যিক সীমাবদ্ধতা এবং আমাদের মালিকানার জন্য অযৌক্তিক সমালোচনার বোঝা থেকে ভেকচুরাকে মুক্তি দিয়েছে।
ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের বস জ্যাসেক ওলক্যাক জানিয়েছেন, ভেকচুরা গ্রুপ কিনে নেওয়া সিদ্ধান্তটি একটি ধূমপান মুক্ত বিশ্বের দিকে পিএমআই-এর সরে যাওয়ার অংশ ছিল। ২০৩০ সালের মধ্যে সিগারেট নয় এমন পণ্য থেকে দুই-তৃতীয়াংশ বিক্রি চায় তাঁর কোম্পানি।
তবে সিগারেট বিক্রি করে এখনো বিলিয়ন পাউন্ড উপার্জনের কথা বিবেচনা করা পিএমআই কোম্পানির প্রতিশ্রুতির আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছে স্বাস্থ্য সম্পর্কিত কিছু দাতব্য সংস্থা। গত জুনের শেষ থেকে তিন মাসের জন্য কোম্পানিটির ৭১৯ কোটি পাউন্ড বিক্রির মধ্যে ৬০ শতাংশই এসেছে সিগারেট থেকে।
ক্ষমতাসীন জোট এলডিপির উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে ১২৫টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করা প্রয়োজন। কিন্তু কিয়োডো, ইয়োমিউরি এবং নিক্কেই পরিচালিত জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটের ছোট অংশীদার কোমেইতো এই আসন অর্জনে ব্যর্থ হতে পারে। যদি এমনটা হয়, তাহলে জাপানের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি...
৬ মিনিট আগেইরানের খোমেইন শহরে একটি সামরিক ঘাঁটির নিরাপত্তা বাহিনীর গুলিতে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে রাহা শেইখি নামে মাত্র তিন বছর বয়সী এক শিশু। এই ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় বইছে।
৩৭ মিনিট আগেফের নারকীয় হামলার সাক্ষী ওডিশা। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তিন অজ্ঞাতনামা যুবকের হাতে পুড়ে ছারখার এক ১৫ বছরের স্কুলছাত্রী। ঘটনার ভয়াবহতা এমন যে, পুড়ে যাওয়া শরীরের বেশির ভাগ অংশেই থার্ড ডিগ্রি বার্নস ধরা পড়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনি নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। এমন বক্তব্য শুধু রাষ্ট্রীয় বর্বরতার অনুমোদনই নয়, বরং গণহত্যাকে রাষ্ট্রীয় কৌশলে পরিণত করেছে।
১ ঘণ্টা আগে