যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের একটি ছবি সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করেছিল কেনসিংটন প্যালেস। সেই ছবিটি প্রকাশ করার পর আবার সরিয়েও নিয়েছে বেশ কয়েকটি নেতৃস্থানীয় সংবাদ সংস্থা। তারা বলেছে, তিন সন্তানসহ কেট মিডলটনের ছবিটি প্রকাশ করার পর বিশ্লেষণে দেখা গেছে যে, এটি তাদের সম্পাদকীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে যে, গত জানুয়ারিতে পেটের অস্ত্রোপচারের পর জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে গতকাল রোববার প্রথমবারের মতো পোস্ট দেন কেট মিডলটন। তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্স লুইস, প্রিন্সেস শার্লটসহ কেট তার ছবি পোস্ট করেন। ছবিটি তুলেছেন তার স্বামী প্রিন্স অব ওয়েলস উইলিয়াম।
ছবিটি প্রকাশ করেছিল গেটি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং এএফপিসহ অনেক সংবাদ সংস্থা। তবে পরদিনই এই চার সংবাদ সংস্থাই ছবিটি সরিয়ে নেয়। রয়টার্সের ছবি সংশ্লিষ্ট সম্পাদকেরা বলছেন যে, কেটের মেয়ের কার্ডিগানের হাতার অংশটি ঠিকভাবে ছিল না। ছবিটি সম্পাদনা করা হয়েছে বলে ইঙ্গিত করা হয়েছে এই মন্তব্যে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কীভাবে, কেন বা কাদের দ্বারা এই সম্পাদনা করা হয়েছে।
ছবি সংক্রান্ত নেতৃস্থানীয় সংবাদ সংস্থাগুলো সাধারণত অত্যধিক সম্পাদনা করা ছবি প্রকাশ করে না। সাংবাদিকতা সংক্রান্ত রয়টার্সের নীতিমালায় বলা হয়েছে যে, ছবি সম্পাদনার জন্য ব্যবহৃত মাধ্যম ফটোশপ খুব সীমিত মাত্রায় কাজে লাগানো যেতে পারে। ছবির ফরম্যাট ঠিক করতে যেমন—ক্রপ করা, আকৃতি ঠিক করা, রঙের ভারসাম্যের জন্য খুবই সীমিত মাত্রায় ফটোশপ ব্যবহার করা হয়।
কেনসিংটন প্যালেস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
গেটি, অ্যাসোসিয়েটেড প্রেস এবং এএফপিও ছবি সরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। রয়টার্স এক বিবৃতিতে বলেছে যে, প্রকাশনা পরবর্তী পর্যালোচনার পর ছবিটি প্রত্যাহার করা হয়েছে। রয়টার্সের একজন মুখপাত্র বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’
কেনসিংটন প্যালেস জানিয়েছে যে, গত সপ্তাহে কেটের স্বামী ও সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ছবিটি তুলেছিলেন। সেখানে ৪২ বছর বয়সী কেটকে তার তিন সন্তানের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।
যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের একটি ছবি সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করেছিল কেনসিংটন প্যালেস। সেই ছবিটি প্রকাশ করার পর আবার সরিয়েও নিয়েছে বেশ কয়েকটি নেতৃস্থানীয় সংবাদ সংস্থা। তারা বলেছে, তিন সন্তানসহ কেট মিডলটনের ছবিটি প্রকাশ করার পর বিশ্লেষণে দেখা গেছে যে, এটি তাদের সম্পাদকীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে যে, গত জানুয়ারিতে পেটের অস্ত্রোপচারের পর জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে গতকাল রোববার প্রথমবারের মতো পোস্ট দেন কেট মিডলটন। তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্স লুইস, প্রিন্সেস শার্লটসহ কেট তার ছবি পোস্ট করেন। ছবিটি তুলেছেন তার স্বামী প্রিন্স অব ওয়েলস উইলিয়াম।
ছবিটি প্রকাশ করেছিল গেটি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং এএফপিসহ অনেক সংবাদ সংস্থা। তবে পরদিনই এই চার সংবাদ সংস্থাই ছবিটি সরিয়ে নেয়। রয়টার্সের ছবি সংশ্লিষ্ট সম্পাদকেরা বলছেন যে, কেটের মেয়ের কার্ডিগানের হাতার অংশটি ঠিকভাবে ছিল না। ছবিটি সম্পাদনা করা হয়েছে বলে ইঙ্গিত করা হয়েছে এই মন্তব্যে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কীভাবে, কেন বা কাদের দ্বারা এই সম্পাদনা করা হয়েছে।
ছবি সংক্রান্ত নেতৃস্থানীয় সংবাদ সংস্থাগুলো সাধারণত অত্যধিক সম্পাদনা করা ছবি প্রকাশ করে না। সাংবাদিকতা সংক্রান্ত রয়টার্সের নীতিমালায় বলা হয়েছে যে, ছবি সম্পাদনার জন্য ব্যবহৃত মাধ্যম ফটোশপ খুব সীমিত মাত্রায় কাজে লাগানো যেতে পারে। ছবির ফরম্যাট ঠিক করতে যেমন—ক্রপ করা, আকৃতি ঠিক করা, রঙের ভারসাম্যের জন্য খুবই সীমিত মাত্রায় ফটোশপ ব্যবহার করা হয়।
কেনসিংটন প্যালেস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
গেটি, অ্যাসোসিয়েটেড প্রেস এবং এএফপিও ছবি সরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। রয়টার্স এক বিবৃতিতে বলেছে যে, প্রকাশনা পরবর্তী পর্যালোচনার পর ছবিটি প্রত্যাহার করা হয়েছে। রয়টার্সের একজন মুখপাত্র বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’
কেনসিংটন প্যালেস জানিয়েছে যে, গত সপ্তাহে কেটের স্বামী ও সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ছবিটি তুলেছিলেন। সেখানে ৪২ বছর বয়সী কেটকে তার তিন সন্তানের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে